আমরা দেশ সুদ্ধ মানুষ কি সন্দেহভাজন ক্রিমিনাল?

আমাদের দেশের প্রতিটি টেলিফোন এবং মোবাইলের ইনকামিং ও আউটগোয়িং কলে এখন থেকে সরকার কান পাতার সিদ্ধান্ত নিয়েছে। গত ২৩ আগষ্ট ২০০৮ থেকে এই সিদ্ধান্ত কার্যকরী হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকার চাইলে যে কোন নাগরিকের ব্যক্তিগত আলাপচারিতা থেকে শুরু করে সবকিছু শুনতে ও রেকর্ড করে রাখতে পারবে। এখানে দেখুন। এটি কেউ দ্বিমত করবে না যে, এই সিদ্ধান্ত আমাদের সংবিধানের মৌলিক অধিকারের সরাসরি লংঘন। অনুচ্ছেদ-৪৩।

পতিত চারদলীয় জোটের দুঃশাসনামলে ২০০৫ এর ডিসেম্বরে বর্তমান রাষ্ট্রপতির হাত দিয়ে এ সংক্রান্ত একটি অর্ডিন্যান্স পাস হয়। ২০০৬ সালের ফেব্রুয়ারীতে ঐ অর্ডিন্যান্সকে সংখ্যাগরিষ্টতার জোরে (অনেকটা গায়ের জোরের মত আর কি!) আইনে পরিনত করা হয়। এর প্রতিবাদে সারা দেশে ব্যাপক নিন্দার ঝড় বয়ে যায়। দেশের সোশিও-পলিটিক্যাল গ্রুপ থেকে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো প্রত্যেকেই জোর আপত্তি জানাতে থাকে। অবশেষে, বিষয়টি হাইকোর্টে গড়ায়। আমাদের দেশের কিছু বিবেকবান মানুষ জনগনের পক্ষে ও জনগনের স্বার্থে এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট আবেদন করেন। একই বছরের মে মাসে রীটের প্রাথমিক শুনানী (মোশন) শেষে মহামান্য হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ‘ঐ আইন কেন সংবিধানের মৌলিক অধিকার পরিপন্থী হবে না’ তা জানতে চেয়ে রুল নিশি জারী করেন। আজো সেই মামলার নিষ্পত্তি হয়নি। আর বর্তমানে জরুরী আইনের কারনে হাইকোর্ট তা শুনানী করতে পারছে না। এখানে দেখুন।

দুঃখের বিষয় হলো, বর্তমান স্বৈর-সরকারের আইন উপদেষ্টা জনাব এ এফ হাসান আরিফ তখন এই কালো আইনের বিরুদ্ধে তার ক্লায়েন্টের পক্ষে হাইকোর্টে লড়েছিলেন। আজ তার মন্ত্রনালয়ের হাত ধরে এই বর্বর সরকারী সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে। পরিস্থিতির সু্যোগে। কনফ্লিক্ট অফ ইন্টারেষ্ট বলে একটা কথা ছিল। এখনো আছে বলে জানি। অন্ততঃপক্ষে moral এবং ethical গ্রাউন্ডে তিনি এ বিষয়ে ব্যক্তিগত আপত্তি দিতে পারতেন। চরিত্রের এতটুকু দৃঢ়তা তিনি দেখিয়েছেন তেমন কোন খবর এখনো পাইনি।

কোন গুরুতর অপরাধ দমন বা নিয়ন্ত্রন করার জন্য সুনির্দ্দিষ্ট কোন তথ্য ও অভিযোগের ভিত্তিতে কোন ব্যক্তি বা বিশেষ বিশেষ গোষ্ঠীর উপর এ ধরনের নজরদারী করা যায়। যদিও তা জনস্বার্থ সংশ্লিষ্ট কিনা তাও খতিয়ে দেখতে হয়। বিশ্বের অনেক দেশেই এ ধরনের আইন আছে। যা শুধু সন্দেহভাজন গ্রুপ বা ব্যক্তির ক্ষেত্রেই প্রয়োগ করা যায়।

আমাদের দেশে যেখানে তদন্তের প্রয়োজনে, পুলিশ ও অন্যান্য সংস্থা সাধারন আইন অনুযায়ী আলামত হিসেবে ফোন কল সহ সকল ধরনের ডাটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাইতে পারেন সেখানে পুরো জাতির ব্যক্তিগত ও একান্ত যোগাযোগের স্বাধীনতার উপর এই বর্বর হস্তক্ষেপ কেন হচ্ছে এবং সবার টেলিফোনে কান পাতার সাথে সন্ত্রাস দমনের সংযোগ কোথায় আমরা বুঝতে পারছি না। সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ এ ব্যাপারে আমাদের জ্ঞানাভাব চাইলে দূর করতে পারেন।

গনতান্ত্রিক শক্তির সম্মিলিত ঐকমত্য ও প্রচেষ্টা এবং দীর্ঘমেয়াদী কর্মসূচীর মাধ্যমে এ ধরনের যে কোন সামাজিক ব্যাধির মোকাবেলা করতে হয়। আমার বিশ্বাস, অনেকেই একমত হবেন যে, যেখানে এই সরকার নিজেই একটা ব্যাধি সে তো কোন রোগ সারাতে পারে না, বরং বিস্তার ঘটাতে পারে। বেশিদূর যেতে হবে না, পাকিস্তানের সামরিক শাসনের পর্যায়গুলো দেখলেই বোঝা যায় কিভাবে সামরিক বাহিনী সেখানে গনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দশকের পর দশক জুড়ে ধ্বংস করে দিয়েছে। ধারাবাহিকভাবে সেখানে জংলী শাসন চালিয়ে মানুষের মনকে পংগু-অসাড় করে দেয়া হয়েছে। ফলে, একই পন্থা নেয়ার কারনে সাধুবেশী এই interim সরকারের কোন কোন কার্যকলাপে শয়তানী চেহারা ভেসে উঠছে, এটা এখন আর লুকোনো যাচ্ছে না। কারা এদের মূল মদদদাতা তাও জনগন দেখছে। অসহ্য চোখে।

সরকার যে ভাবে এই সিদ্ধান্তটি নিয়েছে তাতে মনে হয় দেশ সুদ্ধ মানুষকেই এরা সন্দেহ করছে। যে কারনে তারা জরুরী আইন প্রত্যাহার করতে চায় না। মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চায় না। যদি মৌলিক অধিকার মানুষ ফিরে পায় নিশ্চিত বলা যায়, অন্তত পক্ষে ক্ষমতার সীমালংঘনের দায় থেকে এই উপদেষ্টা পরিষদের কেউই নিস্তার পাবেন বলে মনে হয় না। মোহ মুক্তি ঘটছে মানুষের। আপনাদের ভন্ডামী ধরা পড়ে যাচ্ছে। দেশ সুদ্ধ মানুষ আপনাদেরই উল্টা সন্দেহ করতে শুরু করেছে। সুতরাং সাধু সাবধান!

সৈকত আচার্য

আইনজীবি। ব্লগার।

৫ comments

  1. ইমতিয়ার - ২৬ আগস্ট ২০০৮ (১২:৩০ অপরাহ্ণ)

    কয়েক মাস আগে পিআইও গঠন করা হয়েছে রাজনৈতিক দল ও বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিদের ওপর নজরদারী করতে এবং রাজনৈতিক আন্দোলন ও শ্রমিক আন্দোলন দমন করবার জন্য…
    এখন আমাদের কথাবার্তা শোনার জন্যে এই আয়োজন, যাতে কেউ অবৈধভাবে কারও সংসার ভাঙতে না পারে, অল্পবয়সে প্রেম করতে না পারে, যাতে বিদেশ থেকে আপনি আপনার মা বাবা কিংবা বউকে কত টাকা পাঠালেন তা শুনে রেমিটেন্স-এর হিসেবটা আগেই করে ফেলা যায়, যাতে চাঁদাবাজদের কিংবা দুর্নীতিবাজদের অবৈধভাবে উপার্জন করা টাকা সুষমভাবে বন্টন করা যায়, যাতে পার্সেন্টেজ-এ কেউ ফাঁকি দিতে না পারে…
    চিন্তা করবেন না, আমরা এবার গণতান্ত্রিক রাজনৈতিক দল পাব, গণতান্ত্রিক পরিবেশ পাব, আলোকিত মানুষ পাব, মাদককে না বলার মতো সমাজ পাব, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র পাব… আরও অনেক কিছু পাব।
    এসবই আমাদের ভালোর জন্য। আমরা আসলে আমাদের ভাল বুঝতে পারি না, উল্টাপাল্টা করে বসি, এই জন্য ওনারা এগিয়ে এসেছেন; আর আমাদের মতো তালকানা মানুষজনের ওপর নজরদারী না রাখলে ওনারা আমাদের ভাল করবেন কেমন করে বলুন?

  2. রায়হান রশিদ - ২৬ আগস্ট ২০০৮ (১:১১ অপরাহ্ণ)

    জানতে চাচ্ছেন দেশ শুদ্ধু আমরা সবাই “ক্রিমিনাল” কিনা?
    অবশ্যই আমরা ক্রিমিনাল। আপনার কোন সন্দেহ আছে?
    ক্রিমিনাল না হলে কি সংবিধান আত্মসাৎকারী সামরিক সরকার লাগে আমাদের শাসন করার জন্য? ক্রিমিনাল না হলে কি এই দেশের খুনে সন্ত্রাসীদের শায়েস্তা করার ভার আরেকদল ইউনিফর্মধারী খুনেদের (RAB) হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকি আমরা আর আনন্দে হাত তালি দিই নতুন কেউ ক্রসফায়ারে মারা পড়লে? ক্রিমিনাল না হলে কি এই সামরিক সরকার এবং এর মহাপন্ডিত তত্ত্বাবধায়ক মোসাহেবদের লম্ফঝম্প আমরা সহ্য করে যাই গত প্রায় দু’বছর ধরে? ক্রিমিনাল না হলে কি তারেক ফালু দুলুরা যখন দেশ উজাড় করে দিচ্ছিল তখন এনটিভির রঙীন বিজ্ঞাপন আর ঢাকা শহরে হামার-বিএমডব্লিউ দেখে ভাবি দেশে উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে? ক্রিমিনাল না হলে কি দেশে যখন তথাকথিত প্রগতিশীল দলেরা দাড়ি টুপি ওয়ালা খেলাফতিদের সাথে চুক্তি সই করে, তখন তার বিভিন্ন কৌশলগত ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করি? ক্রিমিনাল না হলে কি বিদেশী সংস্থার স্বীকৃতি/পুরস্কার পাওয়া যে কোন ব্যবসায়ী/ব্যান্কার পেলেই তাকে দেশের মসনদে বসিয়ে দেয়ার স্বপ্ন দেখি–‌দেশের রাজনীতি ও জনজীবনে সে ব্যক্তির অতীত ভূমিকা (বা ভূমিকাহীনতা) বা অবস্থান (বা অবস্থানহীনতা) বিবেচনায় না এনেই?

  3. আরিফুর রহমান - ২৬ আগস্ট ২০০৮ (১১:৫৬ অপরাহ্ণ)

    তথ্যপুর্ন লেখাটির জন্য সৈকত’দা কে ধন্যবাদ।

  4. পার্থ সরকার - ৩১ আগস্ট ২০০৮ (৯:৩২ পূর্বাহ্ণ)

    আমার ফোনেও আড়িপাতা হচ্ছে? তাজ্জব!
    সরকার কি দেশের পনের কোটি মানুষকে বিশ্বাস করতে পারছে না? দেশসুদ্ধ মানুষকেই তা(দর অবিশ্বাস, সন্দেহ? যে কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে?
    সরকারকে ধন্যবাদ, দেশের জনগন ও তাদের মধ্যেকার পারষ্পরিক অনাস্থার সম্পর্কটিকে তারা ধরতে পেরেছে। তাদের আত্মবিশ্বাস হীনতা ও পায়ের তলার মাটি নরম হয়ে আসা উভয়টিই প্রমাণিত হল এই হীন পদক্ষেপ গ্রহণে।
    নিজের দেশের জনগনকে প্রতিপক্ষ ভাবা এবং তাদের কাছ থেকে সম্ভাব্য বিপদজনক আচরণের আশঙ্কায় তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ কোন ভাল সরকারেরই কাজ নয়। গণবিরোধী আর কোন পদক্ষেপ না নিয়ে বর্তমান সরকারের উচিত অবিলম্বেই নির্বাচন দিয়ে বিদায় নেয়া।
    সৈকত আচার্যকে ধন্যবাদ গুরুত্বপর্ণ পোষ্টটি লেখার জন্য।

  5. পার্থ সরকার - ৩১ আগস্ট ২০০৮ (৯:৪৫ পূর্বাহ্ণ)

    ধরা যাক, আমাদের বাড়ির নিরাপত্তার জন্য আমরা কয়েকজন সশস্ত্র দারোয়ান নিযুক্ত করলাম। তাদের বেতন এতটাকা, একবেলা খাওয়া ও থাকা ফ্রি। কয়েকদিন পর যদি তারা কুবুদ্ধি করে আমাদের বাড়িটাই দখল করে নেয় আমাদের টাকায় কেনা অস্ত্র আমাদেরই বুকে ঠেকিয়ে, তাকে বলা যাবে একটি গুরুতর বিপর্যয় ! পৃথিবীতে মগের মুল্লকের সীমানা কমে আসছে। হয়তো সভ্য সমাজের রীতি ও সংবিধান মানতে হবে নতুবা মায়ানমারের মত দেশকে আফ্রিকার গহীন জঙ্গল বানাতে হবে (বাংলাদেশে তার আদৌ সম্ভব নয়, জিয়া ও এরশাদ চেষ্টা করে দেখেছে, পারেনি),এর মাঝামাঝি কিছু নেই।

Have your say

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.