সুপারিশকৃত লিন্ক: সেপ্টেম্বর ২০১১

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
ধন্যবাদ।

আজকের লিন্ক

এখানে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই সুপারিশ করুন এখানে। ধন্যবাদ।

৫৪ comments

  1. মাসুদ করিম - ২ সেপ্টেম্বর ২০১১ (১২:৪৬ অপরাহ্ণ)

    লেখাটির মান অত্যন্ত খারাপ, গত ২২ ও ২৩ আগস্ট জনকণ্ঠে মুসা সাদিকের ‘১৫ আগস্ট ট্র্যাজেডির অজানা অধ্যায়’ যথেষ্ট কষ্ট করেই পড়তে হল। এত পুনরাবৃত্তি, এত বিহ্বলতা নিয়ে লেখার মানুষদের লেখা পড়তে আমার ভাল লাগে না। লেখার শেষে জানতে পারলাম ‘Bangladesh Wins Freedom’ নামে লেখক ১০০০ পৃষ্টার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক একটি বই লিখেছেন — আশা করি তিনি ইংরেজি ভাল লেখেন এবং ওই ১০০০ পৃষ্টার বইটি এমন বাজে ও পুনরাবৃত্তিপ্রবণতা দোষে দুষ্ট নয়।

    জনকণ্ঠের লেখাটি মূলত ৭৫ সালে তৎকালীন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নুরুল ইসলাম চৌধুরীর সাক্ষাৎকার নির্ভর — নুরুল ইসলাম চৌধুরীর জিয়াকে ৩১ আগস্ট ১৯৭৫ পর্যন্ত দ্বিতীয় জীবন দেয়ার কাহিনি আর সেই দ্বিতীয় জীবন পেয়েই ১৫ আগস্ট ট্র্যাজেডির সফল নেপথ্যের নায়কের বাংলাদেশের রাজনীতির এক বিরাট নাম হয়ে ওঠার বীজ বপনের কাহিনি।

    তাঁর দুই চোখের কোণা গড়িয়ে অবিরল ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়তে লাগল। প্রায় ৫/৭ মিনিট তিনি বাকরম্নদ্ধ হয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে উন্মোচন করলেন ১৫ আগস্টের সেই খলনায়কদের আসল চেহারা। যে চেহারা দেশবাসী কখন দেখতে পায়নি। তিনি প্রথমে বললেন, “অপার স্নেহে বঙ্গবন্ধু আমাকে সকল মন্ত্রণালয়ের চেয়ে সর্বাধিক গুরম্নত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, আমার নৈতিক সততার ওপর বিরাট আস্থা রেখে।” তিনি বার বার বাকরম্নদ্ধ কণ্ঠে, চোখের পানি মুছতে মুছতে বললেন, “বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি, এর দায়-দায়িত্ব শফিউলস্নাহ, সেনাবাহিনী, আওয়ামী লীগের নেতাকর্মীর চেয়ে আমার সবচেয়ে বেশি ছিল। কিন্তু আমি একজনের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলাম। সব হারিয়ে, বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা যখন সর্বহারা হয়ে গেলাম তখন বুঝলাম রাষ্ট্রনীতিতে কাউকে সহজে বিশ্বাস করতে নেই। বঙ্গবন্ধু আগস্টের ১ম সপ্তাহে এই হুঁশিয়ারি ঠিকই দিয়েছিলেন। কিন্তু আমি ভুল করেছিলাম।

    আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হবার পর সে আমার মিন্টো রোডের বাসায় সস্ত্রীক ঘন ঘন যাতায়াত করত। আমার প্রতি ও বঙ্গবন্ধুর প্রতি তাঁর অন্ধ আনুগত্যের কথা বার বার বলত। এসব দেখা-সাক্ষাতের মধ্যে সে কখনও লুকায়নি যে সে আর্মির চীফ হতে চায়। ভারত-পাকিসত্মানসহ এই উপমহাদেশের উদাহরণ দিয়ে সে আমাকে বার বার বলেছে যে, এসব দেশে আর্মির চীফ অব স্টাফ পদে এক টার্মের বেশি থাকার নজির নেই। শফিউলস্নাহর টার্ম শেষ হলে তাঁকে যেন চীফ করা হয় এবং ১৯৭৫ সালে শফিউলস্নাহর টার্ম শেষ হবে। তাহলে, স্বাভাবিক নিয়মে জিয়া আর্মির চীফ হতে পারে। কারণ সে তখন ডেপুটি চীফ। বঙ্গবন্ধুর প্রতি তাঁর আনুগত্য ও ভক্তি-শ্রদ্ধা এবং বাকশালের মেম্বার হবার জন্য আমার কাছে তাঁর বার বার আসা এবং তাঁর আনত্মরিক প্রচেষ্টা ইত্যাদি মনে রেখে আমিও তাতে সায় দিয়েছিলাম। আমিও মনে মনে চাইতাম শফিউলস্নাহর টার্ম শেষ হলে জিয়া হবে আর্মির চীফ। আমার মনের কথা তাঁর কাছে প্রকাশও করেছিলাম।

    আগস্টের ৪ তারিখ সোমবার অথবা ৫ তারিখ মঙ্গলবার অধ্যাপক নুরুল ইসলাম যখন প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ে (শিল্প ভবন) প্রতিরক্ষা সচিব জনাব মুজিবুল হকসহ আর্মির ডেপুটি চীফ জেনারেল জিয়ার সঙ্গে একটি পদাতিক বাহিনীর কাঠামো বিন্যাস (আরেকটি ব্রিগেড গঠন বিষয়ে) সম্পর্কিত একটি মিটিং করছিলেন, সে সময় বঙ্গবন্ধুর কাছ থেকে রেড টেলিফোনে একটি টেলিফোন কল পান। সে সম্পর্কে তিনি বলেন, “আমাদের ৩ জনের মিটিং চলাকালে বঙ্গবন্ধু আমাকে রেড ফোনে ফোন করলেন। তিনি জানালেন, জেনারেল শফিউল্লাহকে আর্মির চীফ হিসেবে আরও এক টার্ম (অর্থাৎ আরও ৩ বছরের জন্য) নিয়োগের সিদ্ধান্ত দিয়েছি। এ সম্পর্কিত গেজেট নোটিফিকেশন আজই ছাপা হবে।” যেহেতু, আমি মিটিং চলাকালে তাঁদের সামনে টেলিফোন কলটি পেলাম, জেনারেল জিয়া আমাকে জিজ্ঞেস করলেন, “স্যার, এটা কি বঙ্গবন্ধুর কল”? আমি বললাম, “হ্যাঁ, বঙ্গবন্ধুর কল ছিল”। জেনারেল জিয়া আবার বললেন, “স্যার, এটা কি জেনারেল শফিউল্লাহকে আরেক টার্ম দেবার ডিসিশন দিলেন উনি?” (বঙ্গবন্ধুর ওপর জেনারেল জিয়ার ও অন্যান্য ষড়যন্ত্রকারীর নেটওয়ার্ক কত গভীর ও নিখুঁত ছিল জেনারেল জিয়ার এই প্রশ্ন তার উত্তর। বস্তুত ‘৭৪-এর দুর্ভিক্ষের পর থেকে পাকিস্তান প্রত্যাগত ও খুনীরা মিলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত এত পাকাপোক্তভাবে করেছিল যে, তারা এমনকি বঙ্গবন্ধুর সকল ফোন গোপনে বাগিং (আড়িপাতা) করতে শুরু করেছিল।

    প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পূর্বের সূত্র ধরে বললেন, ‘জিয়া বিষয়টা বুঝে গেছেন বলে তখন আমিও তাঁদেরকে বঙ্গবন্ধুর সিদ্ধান্তের কথাটা বললাম। এতে জেনারেল জিয়াকে খুবই বিপর্যস্ত ও ক্ষুব্ধ হতে দেখলাম। তিনি আমার কাছ থেকে একটি সাদা কাগজ চেয়ে নিয়ে তৎক্ষণাৎ স্বহস্তে ইংরেজীতে তাঁর পদত্যাগপত্র লিখে আমার কাছে পেশ করলেন এবং চলে যেতে উদ্যত হলেন। আমি জিয়াউর রহমানকে ধৈর্য ধারণ করার জন্য বললাম এবং তাঁর জন্য কি করতে পারি সেজন্য আমাকে দু’একদিন সময় দেয়ার জন্য বললাম। কিছুটা ক্ষু্ব্ধ ও বিমর্ষ জিয়া আমাকে স্যালুট করে চলে গেলেন। আমি তখন জিয়ার মুখ রক্ষার জন্য তৎক্ষণাৎ বঙ্গবন্ধুকে ফোন করে তাঁর পক্ষে অনেক করে বললাম। তারপর আমি যখন বঙ্গবন্ধুর কাছে জিয়াউর রহমানের পদত্যাগপত্র পেশ করার বিষয়ে বললাম, তৎক্ষণাৎ তিনি তাঁর পদত্যাগপত্র অনুমোদনের জন্য তাঁর (রাষ্ট্রপতির) কাছে পাঠিয়ে দিতে বললেন। তিনি এই প্রথমবারের মতো দৃঢ়স্বরে আমাকে বললেন যে, “প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণের সময় কখনও দোটানায় থাকবা না। এটা স্মরণে রেখ।” তখন আমি বঙ্গবন্ধুকে বললাম, “আরেকটি ব্রিগেড গঠনের অবকাঠামো বিন্যাসের যে কাজ আমি করছি, সে কাজ শেষ করার জন্য জিয়াকে আমার আরও কিছুদিনের জন্য লাগবে। বঙ্গবন্ধুকে পড়হারহপব (প্রভাবিত?) করার জন্য আমি বেশি করে জিয়ার পক্ষে আরও বাড়িয়ে বললাম যে, সে ছাড়া আমরা এটা পারব না। সেজন্য আগস্ট মাস পর্যন্ত সে আমাদের সঙ্গে থাক।”

    অধ্যাপক নুরুল ইসলাম জেনারেল জিয়ার জন্য জোর সুপারিশ করছেন ও পীড়াপীড়ি করছেন দেখে বঙ্গবন্ধু তাঁকে বললেন, “তুমি তার পদত্যাগ এখন গ্রহণ করতে চাও না, কিন্তু জানো না সে কত উচ্চাভিলাষী। সে এবং তার মতো সকলকে আমি সন্তানতুল্য জানি। কিন্তু, তারা সন্তান হতে শেখেনি। ভেতরে ভেতরে ষড়যন্ত্র-চক্রান্তে হাত পাকাচ্ছে। নিজের স্বার্থ, নিজের পদের জন্য সব কিছু জলাঞ্জলি দেয় এরা। এরা কি জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিল? দেশের প্রতি বিন্দুমাত্র এদের ভালবাসা নেই। দেশের মানুষের জন্য এদের বিন্দুমাত্র ভালবাসা নেই। তুমি বলছ, আমি এ মাসের জন্য রাখছি। কিন্তু ১ সেপ্টেম্বর থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে সেনাবাহিনী থেকে বের করে দিও। এতে তারও মঙ্গল, সেনাবাহিনীরও মঙ্গল। সন্তান অনেক সময় বুঝতে পারে না কিসে তার মঙ্গল, কিন্তু পিতাকে সন্তানেরর মঙ্গলের জন্য সঠিক সিদ্ধান্তই নিতে হয়। অনেক সময় কঠোর সিদ্ধান্তও নিতে হয়, একথা ভুলে যেও না।”
    অধ্যাপক নুরুল ইসলাম তার পরের ঘটনা বললেন, “বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনার পর আমি জিয়াকে ডেকে পাঠালাম। তাকে ফোন করে আমার অফিসে শীঘ্রই আসতে বললাম। সে প্রায় এক ঘণ্টা পর হন্তদন্ত হয়ে আমার সামনে এসে দাঁড়াল। জিয়া আসলে তাঁকে বললাম, ‘বঙ্গবন্ধুকে অনুরোধ করেছি এবং তিনি আমার অনুরোধ রেখেছেন। আপনি আমার সঙ্গে এই নতুন ব্রিগেডের কাঠামো পুনর্গঠনের কাজে এ মাসটি আমাদের সঙ্গে কাজ করুন। এর মধ্যে আমাদের নতুন ব্রিগেড গঠনের কাজ আমরা শেষ করতে পারব আশা করি। ১ সেপ্টেম্বর আপনার পদত্যাগপত্র গ্রহণ করব।” আমার কথা শুনে জিয়াউর রহমানকে অত্যন্ত আনন্দিত হতে দেখলাম এবং আমিও হাঁফ ছেড়ে বাঁচলাম। ‘৭১ সালে চট্টগ্রাম থেকে যে জিয়া আমার সঙ্গে ছিল এবং সেই ‘৭১ সাল থেকে সব সময় যেখানেসেখানে দেখা হওয়ামাত্র আমাকে স্যালুট করেছে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী হবার পর থেকে জেনারেলদের মধ্যে সেই সবচেয়ে ঘন ঘন আমার বাড়ি এসে আমার প্রতি ব্যক্তিগতভাবে তাঁর চরম আনুগত্য দেখিয়েছেন। সে একজন বড় মুক্তিযোদ্ধা, তাঁকে আমরা অসম্মানের সঙ্গে বিদায় দিতে চাই না। তাঁকে আনন্দিত দেখে আমিও আনন্দিত হলাম। তাঁকে বললাম, “নিশ্চয়ই আপনার জন্য আরও ভাল কিছু আছে। আপনি আমাদের সঙ্গে থাকুন এবং অপেক্ষা করুন। বঙ্গবন্ধু আপনাকে পুত্রের ন্যায় স্নেহ করেন এবং খুবই ভাল জানেন। আপনার জন্য সম্মানজনক নিশ্চয়ই তিনি কিছু করবেন।” জেনারেল জিয়া আমার মুখ থেকে একথা শুনে আমার টেবিলের সামনে বসা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমাকে স্যালুট করে বললেন, স্যার, বঙ্গবন্ধুর গায়ে আঁচড় লাগার আগে আমার বুক বুলেটে ঝাঁঝরা করতে হবে।

    আর জিয়া প্রথম জীবন পেয়েছিলেন ১৯৭৩ সালে।

    ‘৭৩ সালে জেনারেল শফিউল্লাহকে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আতাউল গনি ওসমানীর সুপারিশে সেনাপ্রধান করা হয় তখন তাঁর একই ব্যাচের জেনারেল জিয়া, তদানীন্তন ডিভ কমান্ডার কুমি্ল্লা ক্যান্টনমেন্ট ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এমনকি তিনি ফোন করে জেনারেল শফিউল্লাহকে ক্রুদ্ধ কণ্ঠস্বরে বলেন : “Goodbye.” বঙ্গবন্ধুর উক্ত সিদ্ধান্তেরর বিরুদ্ধে তিনি কর্নেল আকবরসহ কয়েক সামরিক কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে লিপ্ত হন। সেই বৈঠকে তার সমর্থকরা জেনারেল জিয়াকে “রাষ্ট্রপতি জিয়া” বলে সম্বোধন করে বক্তব্য রাখেন বলে গোয়েন্দাদের তথ্য আসে বঙ্গবন্ধুর কাছে। কঠোর সামরিক বিধি ভঙ্গের মারাত্মক ঘটনা সৃষ্টি করায় তাঁকে অবসর দানের সিদ্ধান্ত হয়। কিন্তু পাকিস্তান গোয়েন্দা বিভাগের চৌকস কর্মকর্তা জিয়া কৌশল অবলম্বন করেন। তার বিরুদ্ধে সরকারী সিদ্ধান্ত জারির পূর্বে অতিদ্রুত তিনি আগরতলা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সেনা কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে-পায়ে ধরে তাদের বঙ্গবন্ধুর কাছে প্রেরণ করেন। (রেফারেন্স : বঙ্গবন্ধুর মুখ্য সচিব রুহুল কুদ্দুছ, যিনি নিজে একজন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি।) তদুপরি গত বছর চ্যানেল আই-এর তৃতীয় মাত্রার একটি অনুষ্ঠানে আমি এক সাবেক ব্রিগেডিয়ারের (এই মুহূর্তে তার নাম স্মরণ করতে পারছি না বলে দুঃখিত) সঙ্গে এক টক শো’তে অংশগ্রহণ করি। যিনি আগরতলা মামলার অন্যতম আসামি ছিলেন। আমি তাঁকেও বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে তিনিও জিয়ার উক্ত তদ্বিরের কথা উল্লেখ করে বলেন, “৭৩ সালে জিয়ার চাকরিচ্যুতি নিশ্চিত হয়ে গিয়েছিল। চাকরি বাঁচানোর জন্য সে সর্বশেষ কৌশল হিসেবে বঙ্গবন্ধুর most trusted army officers of Agartala conspiracy case-এর শরণাপন্ন হন এবং যাতে তাঁর চাকরি রক্ষা পায় সেজন্য আমাদের সকলের বাড়ি বাড়ি গিয়ে জিয়া নবম (তদ্বির?) করেন। তখন আমরা যারা আগরতলা মামলার আর্মি অফিসার তাঁরা বঙ্গবন্ধুর বাড়ি গিয়ে জিয়াকে প্রথমবারের মতো ক্ষমা করে দেবার অনুরোধ জানালে আমাদের প্রতি বঙ্গবন্ধুর ঋণের কথা মনে রেখে বঙ্গবন্ধু জিয়াকে ক্ষমা করে চাকরিতে রাখেন।

    বিস্তারিত পড়ুন : ১৫ আগস্ট ট্র্যাজেডির অজানা অধ্যায় (১ম পর্ব) এবং ১৫ আগস্ট ট্র্যাজেডির অজানা অধ্যায় (শেষ পর্ব)

  2. মাসুদ করিম - ৩ সেপ্টেম্বর ২০১১ (৭:৩৬ অপরাহ্ণ)

    উলফার সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রাথমিক শান্তিচুক্তি স্বাক্ষর হয়েছে আজ।

    In its effort to bring lasting peace in Assam, the government on Saturday signed an agreement with the banned ULFA to end violence in the troubled North-eastern State and set the ball rolling for peace talks.

    The Suspension of Operation (SoO) pact, signed by the representatives of Central and Assam governments and ULFA, will ensure that the outfit will not carry out any subversive activities till a solution for the vexed insurgency problem is arrived at, while the security forces will not take any action against the ULFA cadres.

    “We had a very good round of talks. The SoO agreement was signed. The first round spells out the road to political dialogue. It is the harbinger of future talks,” Joint Secretary (Northeast) in the Ministry of Home Affairs Shambhu Singh told reporters in New Delhi. The SoO pact will continue during the political talks and till a final agreement is signed.

    খবরের লিন্ক এখানে

    • মাসুদ করিম - ৪ সেপ্টেম্বর ২০১১ (১২:৫৬ অপরাহ্ণ)

      কিন্তু চুক্তির পর দুপক্ষের বিবৃতি ছিল দুরকম। জানাচ্ছে আসামের বাংলা পত্রিকা ‘যুগশঙ্খ’। লিন্ক এখানেএখানে

  3. রেজাউল করিম সুমন - ৪ সেপ্টেম্বর ২০১১ (৪:৪৭ অপরাহ্ণ)

    শিল্পী অজিত রায়ের জীবনাবসান

    ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক সংগীতশিল্পী অজিত রায় মারা গেছেন। ফুসফুসের জটিলতা নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

    বারডেম হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের প্রধান অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক রোববার দুপুর ১টার পর সাংবাদিকদের জানান, অজিত রায়ের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে।

    এই শিল্পীর মেয়ে শ্রেয়সী রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাছাড়া উচ্চ রক্তচাপেও ভুগছিলেন তিনি।

    স্বাধীনতা পদক পাওয়া এই শিল্পীর বয়স হয়েছিল ৭৩ বছর। অজিত রায়ের মৃত্যুর খবরে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা হাসপাতালে ছুটে আসেন।

    সংগীতশিল্পী রফিকুল আলম সাংবাদিকদের বলেন, “দেশের গান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মতো কোনো সংগঠন না থাকলেও তিনি ব্যক্তিগত উদ্যোগে সেই চেষ্টা চালিয়ে গেছেন।”

    নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার জানান, রোববার রাতে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে অজিত রায়ের মরদেহ। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সবার শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

    অজিত রায়ের শেষকৃত্য কখন কোথায় হবে তা পরিবারের সঙ্গে কথা বলে ঠিক করা হবে বলে জানান তিনি।

    স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা অজিত রায় ১৯৩৮ সালের ২৯শে জুন রংপুর শহরে জন্মগ্রহণ করেন৷ ১৯৬৩ সালে বেতারে এবং পরে বাংলদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি পান তিনি।

    ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময় তার কণ্ঠের কবিতা আবৃত্তি ও সংগ্রামী গান স্বাধীনতাকামী জনতাকে উজ্জীবিত করে৷ স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ বেতারে যোগ দেন অজিত। সেখান থেকে অবসরে যান ১৯৯৫ সালে।

    এছাড়া বিভিন্ন সময়ে বুলবুল ললিতকলা একডেমী, ছায়ানট, সংগীত মহাবিদ্যালয় ও উদীচিতে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন এই নিবেদিতপ্রাণ শিল্পী। সরকার ২০০০ সালে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত করে।

    এই শিল্পীর মৃত্যুর খবরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদও বারডেম হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, অজিত রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এছাড়া সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও রাশেদ খান মেনন, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, চিকিৎসক ও গায়ক অরূপ রতন চৌধুরী শিল্পী অজিত রায়কে শেষবারের মতো দেখতে হাসপাতালে আসেন।

  4. মাসুদ করিম - ৮ সেপ্টেম্বর ২০১১ (২:৩৩ অপরাহ্ণ)

    তুরস্ক-ইসরাইল সম্পর্কের বর্তমান জ্বালাময়ী অবস্থা সারা পৃথিবীর জন্য বিপদজনক হয়ে উঠতে পারে। এই সম্পর্ক নিয়ে এখন তুরস্কের সরকারি দল ও বিরোধী দলের মধ্যে ঝগড়া চলছে, কিন্তু এই ঝগড়া সমাধানহীনভাবে চলতে থাকলে পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চল ও দক্ষিন এশিয়া উত্তপ্ত হয়ে উঠতে পারে।

    PM: Turkey ready to face cost of crisis

    Turkey will stand firm in its hardening policy against Israel whatever the cost, Prime Minister Recep Tayyip Erdoğan has said, slamming Tel Aviv for failing to deliver Turkish unmanned aircraft sent there for maintenance.

    “Whatever the cost, be it 15 million dollars, or 150 million dollars… Turkey will not give value to that when necessary. What matters for us is to not let anyone trample on our honor. It is priceless,” Erdoğan told reporters on Wednesday. The premier claimed that Israel had failed to obey the terms of defense industry contracts, noting that Turkish unmanned surveillance aircraft sent to Israel for maintenance had not been returned. “They are still not being returned because of the problems between us. Is this ethical? You can have problems with somebody but there are international agreements, there are international trade ethics,” he said. “Turkish warships setting off from Aksaz or İskenderun will be there… We have calculated the pros and cons. We have been present in these waters [east Mediterranean] throughout history and we will be there today and tomorrow,” said Erdoğan adding that Turkey could enact more sanctions against Israel in the future. “A strategy will be meaningless if you come to reveal it… But we are determined. Our determination must be known,” he said.

    Erdoğan hit back at the main opposition Republican People’s Party, or CHP, which harshly criticized the government’s foreign policy. “[CHP’s Leader] must give up his advocacy of Israel and be the spokesman of his own party,” he said. Erdoğan said he did not have immediate information on whether Israeli diplomats above the second-secretary level had already left Turkey as the deadline for their departure was to expire Wednesday. Turkish diplomatic sources said Ankara had not provided the Israeli embassy with a list naming the diplomats required to leave.

    ‘UN report a crushing defeat for Turkey’ CHP says

    Blunders by Turkey’s government helped legitimize Israel’s blockade of the Gaza Strip via a recent U.N. report, the main opposition said Wednesday, calling the affair “one of the most crushing defeats” in Turkish foreign policy history.

    “The legal ground Israel was looking for to justify the unlawful and ruthless blockade of Gaza has been handed to them almost as a present through the U.N. report,” Kemal Kılıçdaroğlu, the head of the Republican People’s Party said in a speech Wednesday in the Aegean province of Aydın.

    “Turkey has been the loser in this affair since the beginning. Turkey lost lives … the legal struggle … prestige,” he said. Kılıçdaroğlu played down a series of measures Turkey announced against Israel, saying they “have no function other than deceiving the Turkish people.” Kılıçdaroğlu also said a U.S. radar to be stationed in Turkey as part of NATO’s missile defense system would serve to protect Israel.

    খবরের লিন্ক : Gov’t and opposition bicker on Israeli rift

  5. মাসুদ করিম - ৮ সেপ্টেম্বর ২০১১ (২:৫০ অপরাহ্ণ)

    সোনিয়া গান্ধী দেশে ফিরেছেন।

    Sonia returns to India after surgery abroad

    Created on : 09/08/2011 09:02 AM (TOP 2)

    New Delhi, Sep 8 (UNI) Nearly a month after she underwent successful
    surgery abroad for an undisclosed ailment, Congress President

    Sonia Gandhi returned to Delhi this morning, party sources said.

    They said Ms Gandhi, who had on August 4 undergone surgery for an
    undisclosed ailment, returned to the Capital in the early hours of
    the morning.
    She was accompanied by her daughter Priyanka Vadra.
    Ms Gandhi underwent successful surgery in the US for the ailment.
    Her son and Congress general secretary Rahul Gandhi, daughter
    Priyanka and son-in law Robert Vadra were with her during her
    surgery.
    Ms Gandhi had set up a four-member panel to look after party
    affairs during her over a month-long absence from the country.
    The panel comprised Defence Minister A K Antony, Congress
    general secretary Rahul Gandhi, Ms gandhi’s political secretary
    Ahmed Patel and Congress general secretary Janardhan Dwivedi.

    UNI

    সূত্র : ভারতের সংবাদ-সংস্থা ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া

    • মাসুদ করিম - ১৩ সেপ্টেম্বর ২০১১ (১:১৮ অপরাহ্ণ)

      ভারতের রাজনীতিবিদদের অসুস্থতা রাষ্ট্রীয়ভাবে গোপন রাখা হয়। সোনিয়া গান্ধী গত মাসে বাংলাদেশ থেকে ফেরার পর হঠাৎ করেই স্বাস্থ্যগত কারণে তিন সপ্তাহের জন্য আমেরিকা চলে গেলেন। শারীরিক অবস্থা নিয়ে কেন এই গোপনীয়তা? আর নেতাদের শারীরিক অসুস্থতা নিয়ে এই সংস্কৃতি কিন্তু এই অঞ্চলে অনেক পুরনো। সামন্ত সুব্রামনিয়াম লিখছেন

      Sonia Gandhi appeared to be following in an established tradition, by which Indian political leaders guard news of their health as if it were a state secret. Not for them the publicly fought battles of Rudy Giuliani against his prostate cancer, of Dick Cheney against his troublesome heart, or of Hugo Chavez against his recent pelvic abscess. Even the example of Mahatma Gandhi – who let it all hang out, often greeting his ashram’s residents with updates about his bowel movements – is an aberration in Indian politics. The health bulletins that Mr. Gandhi issued during his various imprisonments and protest fasts may have been tools of political leverage, but they were also ways to reach out to a population that loved him deeply.

      Subsequent leaders have been reticent for strategic reasons. Mohammad Ali Jinnah had been diagnosed with tuberculosis in June 1946, but he kept it from public knowledge; thus, in those charged years, few knew that Mr. Jinnah had little time left to push for an independent Pakistan. He died in September 1948, a mere 13 months after the creation of Pakistan.

      It was said of Jawaharlal Nehru that India’s 1962 war against China – against the fraternal power in his ideal of Asianism – sickened him and hastened his demise. But even in photographs from just before the war – from September 1962, for instance, with the nuclear scientist Homi Bhabha – Mr. Nehru seems to look haggard and ill, very different from the fit, cheerful prime minister who had met Jackie and John F. Kennedy in Washington the previous November. The historian Srinath Raghavan points me to a revealing letter from his archival database, written on Valentine’s Day 1962 by Mr. Nehru’s sister, Vijayalakshmi Pandit, to Lord Mountbatten:

      “You know bhai has been rather seriously ill… He has aged in a frightening manner. One can hardly hear him speak across the dinner table because his voice has almost disappeared, he walks with head and shoulders bent, he seems to have lost the keen interest in everything around him which was one of his marked characteristics… All Indian doctors are agreed that he must have a long rest – three to six months, in order to survive… There is irresponsible talk everywhere, even in the highest circles, and a whispering campaign is going on to the effect that the PM has lost his grip on the cabinet – that he cannot think clearly, cannot make decisions and so on.”

      Indira Gandhi would also find cause to be discreet about a disease, although at a time when she was still Nehru’s daughter, and not political aspirant or Indian prime minister. In 1939, Ms. Gandhi checked into a plush sanatorium in Leysin, in Switzerland, to be treated for tuberculosis. At the time, writes Katherine Frank in Indira, consumptive patients “often had a leper complex. Tuberculosis was infectious and therefore stigmatized.” Her doctor, Auguste Rollier, refused to use the word “tuberculosis,” and,

      “[T]o an extent, Indira and Nehru colluded in Rollier’s deception, for they, too, never mentioned ‘tuberculosis’ in all the letters they wrote to each other… [T]o her father, she wrote only of her chronic low weight and increasing depression.”

      বিস্তারিত পড়ুন : Health of Indian politicians often treated like state secret

  6. মাসুদ করিম - ১০ সেপ্টেম্বর ২০১১ (১০:২১ পূর্বাহ্ণ)

    শেখ মুজিবুর রহমানের হত্যার খবর যিনি সংবাদ মাধ্যমে প্রথম প্রকাশ করেছিলেন পিটিআই-এর সেই প্রাক্তন বার্তা সম্পাদক মধুসূদন গুহরায় বুধবার ০৭ সেপ্টেম্বর ২০১১ মেট্রোর সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। লিন্ক এখানে

  7. মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০১১ (১২:২৫ পূর্বাহ্ণ)

    নেপালের মাওবাদী সুপ্রিমো প্রচণ্ড কি এখন ভারতে?

    Bishnu Rijal, editor of the Budhbar weekly and a former prime ministerial media advisor, said that in the past, Prachanda had met Indian officials in Siliguri, especially from Indian intelligence agency RAW.

    Nepal is passing through a critical stage with the new prime minister seeking support from all quarters to give the becalmed peace process a push.

    Though Bhattarai unveiled a relief package Friday with emphasis on improving the deteriorating security situation, the work of drafting a new constitution and disbanding the Maoists’ guerrilla army has not progressed.

    It is acknowledged that the giant tasks will not be possible unless Prachanda concurs and there are doubts if he will do so, given his stormy relationship with Bhattarai and his own ambition to return to power.

    There is growing speculation that Prachanda could be seeking to meet Indian officials and leaders to discuss the impasse in the peace process.

    The new Bhattarai government has to ready the first draft of the new constitution by November 30 or face collapse, like its two predecessors

    বিস্তারিত পড়ুন : Nepal’s Maoist chief Prachanda in India?

    • মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০১১ (৬:১৫ অপরাহ্ণ)

      আটচল্লিশ ঘন্টা পরে প্রচণ্ডকে আবার নেপালে দেখা গেছে। কোথায় ছিলেন তিনি? তিনি বলছেন, যারা জানার তারা জানে!

      After dropping out of public eye for 48 hours and triggering intense speculation about his disappearance, the chief of Nepal’s ruling Maoist party, Pushpa Kamal Dahal Prachanda, reappeared in eastern Nepal Sunday, remaining tightlipped about where he had been.

      The former revolutionary was seen at the domestic airport in Biratnagar, the city in eastern Nepal where he had been last seen Friday.

      Saying that he had personal family matters to address, Prachanda added cryptically that knowledgeable people knew where he had been.

      Nepal’s media Sunday was agog about the disappearance, speculating that the Maoist chief had been visiting the Indian town of Siliguri across the border.

      Prachanda had attended a Maoist programme in western Gorkha district Friday along with the new prime minister from his party, Baburam Bhattarai, before flying to Biratnagar after the programme ended.

      Accompanied by his wife Sita, son Prakash and a Maoist confidant, Haribol Gajurel, he is suspected of having made his way to Siliguri by road.

      The visit, so quiet as to be virtually clandestine, triggered speculation that it could be a visit to sort out the marriage of Prachanda’s youngest daughter Ganga that has hit a rocky patch.

      Ganga, who was said to be part of her father’s kitchen cabinet when he was prime minister, is married to Narayan Vikram Pradhan, son of Indian communist leader and former Indian MP Badri Narayan Pradhan.

      The Pradhans live in Siliguri.However, in the past, Prachanda had met Indian officials in Siliguri, especially from the Indian external intelligence agency RAW.

      With Nepal now passing through another critical stage, there is also speculation that Prachanda could have met Indian officials and leaders to discuss the impasse in the peace process.

      The new Bhattarai government has to ready the first draft of the new constitution by November 30 or face collapse, like its two predecessors since 2009 .

      খবরের লিন্ক : Nepal Maoist chief resurfaces after 48 hours

  8. মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০১১ (৯:৪৪ পূর্বাহ্ণ)

    সেতু নির্মিত হয় না, জন্মায় গজায় এখানে — আমাদের খুব কাছেই মেঘালয়ের চেরাপুঞ্জিতে, ওই যে ছোটবেলায় টারজানে দেখেছিলাম সেরকম — আমারও দেখা হয়নি কখনো, তবে দেখতে হবে।

    Some of the bridges are over a hundred feet long and can support the weight of fifty or more people.
    The Cherrapunji region is one of the wettest places in the world with many fast-flowing rivers and streams, making these bridges invaluable to those who live in the region.
    Since the area receives around 15 metres of rain every year, a normal wooden bridge would quickly rot.
    But because the growing bridges are alive and still growing, they actually gain strength over time.
    For more than 500 years locals have guided roots and vines from the native Ficus Elastica (rubber tree) across rivers, using hollowed out trees to create root guidance systems. When they roots and vines reach the opposite bank they are allowed to take root.
    In time, a sturdy living bridge is produced. Some can take ten to fifteen years to become fully functional.

    বিস্তারিত পড়ুন ও ছবি দেখুন : How to grow your own bridge: Villagers create ‘living’ crossings by training roots across a river

  9. মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০১১ (১২:৪৫ অপরাহ্ণ)

    সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান ‘সমকাল’এ হাসিনা-মনমোহন শীর্ষবৈঠক নিয়ে লিখেছেন

    ভারত তিস্তা প্রশ্নে তার অবস্থান থেকে অ্যাবাউট টার্ন করেছে, বাংলাদেশও পাল্টা হিসেবে ট্রানজিট চুক্তি সই না করে সাহসের পরিচয় দিয়েছে_ অনেকে এ ধরনের সরল ব্যাখ্যা দিতে চান। এতে কোনো সন্দেহ নেই এক যুগ পর ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে দ্বিপক্ষীয় সফর কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি। আমি সফরকে ব্যর্থ বলব না, তবে উভয় পক্ষের হতাশা যে চরমে তাতে সন্দেহ নেই। এর মধ্যেও দুই দেশের প্রধানমন্ত্রীর বিচক্ষণতা কূটনৈতিক অঙ্গনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সবাইকেই চমকিত না করে পারে না। প্রথমেই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলি। তার দিলি্ল সফরের ২০ মাস পর অনুষ্ঠিত ফিরতি সফরে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে, এমন প্রত্যাশা ছিল ঢাকা ও দিলি্লতে। এটা স্পষ্টভাবে ব্যক্ত করাও হতে থাকে। কিন্তু অকস্মাৎ বজ্রপাতের মতো ঘটনা ঘটে। কিন্তু তিনি ছিলেন শান্ত ও ধীর-স্থির। তার পররাষ্ট্র বিষয়ে একাধিক উপদেষ্টা রয়েছে। কিন্তু তারা আগে যে ধারণা দিয়েছিলেন, গণমাধ্যমে যে আশাবাদ বারবার তারা ব্যক্ত করেছিলেন তার সঙ্গে শেষ মুহূর্তের বাস্তবতার মিল সামান্যই দেখা গেছে। কিন্তু প্রধানমন্ত্রী হাসিমুখেই শীর্ষ বৈঠকের পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। নিশ্চিতভাবে সার্বিক পরিস্থিতি তাকেও ব্যথিত, এমনকি হতাশও করে থাকবে। তবে তার প্রকাশ ঘটাতে দেননি। কূটনীতির ভাষায় বলা চলে_ হ্যান্ডেলড দ্য সিচুয়েশন ওয়েল। মনমোহন সিং অর্থনীতিতে দ্রুত বিশ্বের পরাশক্তি হয়ে উঠতে চলার দেশটির প্রধানমন্ত্রী। তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় দুই দেশের সম্পর্ক যে অনিশ্চয়তার মধ্যে পড়েছে, সেটা বুঝতে তার সমস্যা হয়নি। এ কারণে প্রথম সুযোগেই ৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বাংলাদেশের বিশিষ্টজনদের সমাবেশে তিনি বলে দিলেন : ‘তিস্তা চুক্তি না হওয়া দুর্ভাগ্যজনক।’ এজন্য বাংলাদেশের কোনো দায় নেই, বরং সমস্যাটির উদ্ভব যে ভারতে সে বার্তাও তিনি দিয়ে গেলেন। এ থেকে কিন্তু আমাদের নেতৃত্বও কিছু শিক্ষা নিতে পারেন। সৌজন্যের মাত্রা সম্পর্কে বিশ্বব্যাপী রাষ্ট্রনেতাদের জন্যও কিন্তু একটি সুন্দর বার্তা তিনি রেখে গেলেন। আমরা একে প্রকৃতই বলতে পারি ‘মনমোহনীয়’।
    মনমোহন সিংয়ের ঢাকা ত্যাগ করার আগেই দুই দেশ যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে তাতে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে যে পানি বণ্টন হবে ‘ফেয়ার অ্যান্ড ইক্যুইটেবল বেসিসে’। এটা ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধান অধিকর্তার অঙ্গীকার। তাদের বিভিন্ন রাজ্য কিংবা সংশ্লিষ্ট কোনো দফতরকে এ বিষয়ে ঐকমত্যে আনার দায় সম্পূর্ণই তাদের। এখন আর চুক্তি সম্পাদনে কোনো বাধা থাকার কথা নয়। দুই দেশের পানিসম্পদ দফতরের মন্ত্রী এ কাজটি করতে পারেন। এ সংক্রান্ত বৈঠকটি ঢাকা বা দিলি্লতে হতে পারে। মূল বিষয় হচ্ছে যৌথ বিবৃতি অনুসরণ করে চলা। কোনো রাজ্যের (প্রকৃতপক্ষে মমতা ব্যানার্জির) আপত্তির মুখে ভারতের এ অবস্থান থেকে সরে আসার অবকাশ নেই। এ কাজটি যতদিন ঝুলে থাকবে, দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে। আমি এখনই আমাদের প্রধানমন্ত্রীর দিলি্ল যাওয়ার সম্ভাবনা দেখি না। সেটা সঙ্গতও হবে না। এর পটভূমি নতুন করে তৈরির প্রয়োজন রয়েছে। যৌথ নদী কমিশন, সীমান্ত সংক্রান্ত কমিটি, ট্রানজিট কমিটি, বাণিজ্য কমিটি প্রভৃতি যেসব ফোরাম রয়েছে সেগুলো এখন পুরোদমে কাজ শুরু করে দিয়ে তা সৃষ্টি করতে পারে। মমতা ব্যানার্জির সঙ্গেও আমাদের আলোচনা চলতে পারে। বাংলাদেশ কেবল দিলি্লর সঙ্গে কথা বলবে, এমন বাঁধাধরা নিয়ম নেই। সম্পর্ক উন্নয়নের জন্য সব সুযোগ কাজে লাগাতে হবে। মনমোহন সিং বাংলাদেশের চার প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গী করে এনেছিলেন। পঞ্চমাকে আনার ইচ্ছা পূরণ হয়নি। তবে বাংলাদেশের প্রতি তারও যেন অনুকূল মনোভাব গড়ে ওঠে, সেজন্য আমাদের যদি দু’চার কদম ফেলতে হয়_ তাতে দ্বিধা করা উচিত নয়। তাকে আমরা ঢাকা সফরের জন্য বিশেষ আমন্ত্রণও জানাতে পারি। তিনি একবার আমাদের স্বার্থ সংরক্ষণে সচেষ্ট হননি সে কারণে চিরকাল মুখ ফিরিয়ে রাখা কূটনীতির দর্শনে পড়ে না। ত্রিপুরায় বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেন দ্রুত গড়ে ওঠে তার চেষ্টাও আমরা করতে পারি। এর অবকাঠামো গড়ে দেবে ভারত। সেখানে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য পণ্য উৎপাদন হবে।
    ভারতের প্রধানমন্ত্রীর সফরকালে অনেক কিছু মিলবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু ঝুলি খুলে দেখা গেল, তাতে তেমন কিছু আসলে ছিলই না। এ ক্ষতির পরিমাণ অনেক বড়, কিন্তু তা পূরণ করা যেতেই পারে। আমরা অনেক প্রত্যাশা করেছি, কিন্তু তার সবটা পূরণ হয়নি। তবে কেন পূরণ হয়নি, সেটা জানা গেছে দ্রুতই এবং এখন যে পথে এগোতে হবে তাতে আলো ফেলুন। ঢাকায় দুই দেশ যেসব বিষয়ে সহমতে এসেছে তার ব্যাখ্যা আমাদের জনগণের কাছে দিতে হবে। বৈঠকের আগে বাংলাদেশ সরকারের তরফে বলা হয়েছে, সব চুক্তি-সমঝোতা ওয়েবসাইটে দেওয়া হবে। তবে তাতেই কিন্তু স্বচ্ছতার দাবি পূরণ হয় না। বিতর্ক করতে দেবেন না, কেবল ফল জানাবেন_ সেটা কেমন কথা? চুক্তি সইয়ের আগে ও পরে সংসদে আলোচনার প্রয়োজন পড়ে। নাগরিক সমাজের সঙ্গে খোলামেলা কথা বলতে হয়। এখন যে কেউ প্রশ্ন করতে পারেন যে, চট্টগ্রাম ও মংলা বন্দর ভারত কী শর্তে ব্যবহার করবে, সেটা প্রকাশ করতে হবে। এজন্য অবকাঠামো সুবিধা অনেক বাড়াতে হবে। বন্দর থেকে ভারতে কত ট্রেন যাবে, তাতে আমাদের রেলগাড়ির চলাচল বিঘি্নত হবে কি-না সেসব নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। ভারত ৪৬টি পণ্যের শুল্কমুক্ত রফতানি সুবিধা দিয়েছে। তা কাজে লাগানোর পথে অ-শুল্ক বাধা (নন-ট্যারিফ ব্যারিয়ার) কী আসবে, সেটাও স্পষ্ট হওয়া দরকার। তিস্তা বাদে অন্যান্য অভিন্ন নদনদীর পানি বণ্টন বিষয়েও দেশবাসীকে অবহিত করতে হবে। দহগ্রাম-আঙ্গরপোতা বাদে অন্য ছিটমহলগুলোতে এখন বিক্ষোভ চলছে। যে সমঝোতা হয়েছে তার পূর্ণ বাস্তবায়ন কবে হবে, সেটা দ্রুত স্পষ্ট করুন। মুজিব-ইন্দিরা চুক্তি চার দশকেও বাস্তবায়ন হয়নি। এবারের চুক্তির পরিণতি কী হবে?

    বিস্তারিত পড়ুন : পরবর্তী শীর্ষ বৈঠকটি কবে?

  10. মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০১১ (১:১৬ অপরাহ্ণ)

    লিবিয়ার ‘স্ট্রিটআর্ট’, দেয়ালে গাদ্দাফি, দেখুন এখানে। দেয়ালে আরবি ভাষা, টেক্সট জার্মান ভাষায়, যিনি বুঝলেন তো বুঝলেন — না হয়, ছবি দেখুন। ছয়টির মধ্যে একটি দেয়াল লিখনে অবশ্য ইংরেজি আছে।

  11. মাসুদ করিম - ১১ সেপ্টেম্বর ২০১১ (২:৩৭ অপরাহ্ণ)

    সংস্কৃতি নীতি খুবই ভয়ংকর। পশ্চিমবঙ্গে বামফ্রন্টের একধরনের সংস্কৃতি নীতি ছিল, এখন নতুন তৃণমূল সরকারও যদি একটা সংস্কৃতি নীতির দিকে যায়, তাহলে সংস্কৃতি চর্চার বাধা সৃষ্টি ছাড়া আর কিছুই হবে বলে তো মনে হয় না।

    ক্ষমতা সীমাবদ্ধ যদি না থাকত, তাহলে কী হতে পারত তা আমরা বুঝতে পারি প্রগতি লেখক সংঘ ও গণনাট্য সংঘের অন্তর্ভুক্ত সাহিত্যিক ও শিল্পীদের ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির নীতি চাপানোর নজির দিয়ে। তাঁদের বলা হত, শিল্পের আঙ্গিক ও বিষয়ের ক্ষেত্রে তাঁদের মার্কসিজমের সূত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এগোতে হবে। বিশেষ সময়ের পার্টির নীতিকেই বলা হয়েছে মার্কসিজম। বিজন ভট্টাচার্যের ‘জীয়ন কন্যা’ একবারের বেশি গণনাট্য সংঘ মঞ্চস্থ করেনি, যেহেতু এই নাটকের মীথাশ্রয়ী আঙ্গিক নেতৃত্বের পছন্দ হয়নি। জনযুদ্ধ নীতির জন্য বিজন ভট্টাচার্য ‘নবান্ন’ নাটকে মহামন্বন্তরের জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করতে পারেননি। শুধু দোষ দিয়েছেন মজুতদারদের। ব্রিটিশ সরকারই যে মজুতদারিকে প্রশ্রয় দিয়েছে একথা লিখতে পারেননি। পার্টি তাঁর হাত টেনে ধরেছে।

    সীমিত ক্ষমতার মধ্যে বামফ্রন্ট সরকার যে অবৈধ সাংস্কৃতিক হস্তক্ষেপ করেনি তা নয়। যতীন চক্রবর্তী মহাশয় ঊষা উত্থুপের গানকে অপসংস্কৃতি বলে বন্ধ করে দিয়েছিলেন। কলকাতা ফিল্ম উৎসবে লেনিন-বিষয়ে একটা ছবি দেখানো বন্ধ করে দেওয়া হয়েছিল।

    অশ্রুকুমার সিকদার লিখছেন, কী হবে সংস্কৃতি নীতি? বিস্তারিত পড়ুন এথানে

  12. রেজাউল করিম সুমন - ১১ সেপ্টেম্বর ২০১১ (৪:০১ অপরাহ্ণ)

    There has been so much loss. Have there been any winners from 9/11?

    The main winner has been the military-industrial complex, especially in the United States, where substantial increases in the defence budget have brought in numerous examples of highly profitable new lines of destruction. Private-security contracting has also expanded massively, with many new contracts being available, and not just in Iraq and Afghanistan. The “terrorism industry” has extended its reach, in the process soaking up think-tankers and academics who were heading for difficult times after the ending of the cold war. For all these people and companies, 9/11 came not a moment too soon.

    এগারোই সেপ্টেম্বর-পরবর্তী এক দশক নিয়ে বহুকৌণিক আলোচনা, পড়ুন
    OpenDemocracy-তে।

  13. মাসুদ করিম - ১২ সেপ্টেম্বর ২০১১ (১০:২৩ পূর্বাহ্ণ)

    তিব্বতের স্বায়ত্তশাসন ও চীন সরকারের এর বিরুদ্ধে কঠোর মনোভাব এনিয়ে ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে তার সাম্প্রতিক সাক্ষাৎকারে কথা বলেছেন নির্বাসিত তিব্বত সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লবসাং সাঙ্গে।

    C Raja Mohan: Tell us about yourself and the challenges of leading the movement.

    Lobsang Sangay: I grew up in place called Lamahatta. It is between Darjeeling and Kalimpong. It’s a remote Tibetan refugee camp better known for radish and carrots. I owe a lot to India and the Indian people—I grew up in a refugee camp subsidised by the Indian government. My parents own an acre of land and a couple of cows. They sold one of the cows to send me to a Tibetan refugee school. Later, I attended Delhi University and then went to the US. What does this transition of political power from His Holiness Dalai Lama to me mean? On August 8, His Holiness made a very powerful and important historical statement. He said, “When I was young, the elderly regent Takdrag Rinpoche handed over the political power to me, today I am handing over it to young Lobsang Sangay”. Some people misunderstand this devolution of political power to mean the end of one chapter and the beginning of a new chapter. No, it’s a continuation of the same chapter. That means the history of Tibetan leadership, the legitimacy of Tibetan leadership and the political authority of that leadership continues. What has happened is that the institution of Dalai Lama has separated spiritual authority and political authority. It is very difficult to fill His Holiness’s shoes and I am not here to fill his shoes. Rather, I will do my best to live up to his expectations and endeavour that the Tibetan movement led by Tibetans will stand on its own feet. I will try to make the movement stronger and sustain it post His Holiness. His vision of secular Tibetan democracy needs to be fulfilled.
    C Raja Mohan: At a time when China is getting stronger, your talks with them have broken down. China is putting pressure on most governments in the world to stop their interaction with His Holiness. Has negotiating with them become more difficult as China grows stronger? How do you see the prospect of engaging the Chinese?

    Lobsang Sangay: Number one: for India and Indian people, China is new. As Tibetans, we don’t look at China and the Chinese people that way. We are genetically disposed to dealing with China as we have been next to each other for the last 2,000 years. They have invaded us, we have invaded them, sometimes we have chased them out, and sometimes we have settled issues amicably, sometimes violently. We have seen ups and downs. When China invaded Tibet, the 13th Dalai Lama fled to India, to Kalimpong. We fought hard and were successful in making the return of His Holiness the 13th Dalai Lama to Tibet possible. So we have done it before and we are confident that we will do it again.

    Manu Pubby: One reason the Dalai Lama has a presence around the world is that he represents not just Tibet but he is spiritually revered by many. You represent only the political side of Tibet. How difficult will it be for you to make a name for yourself?

    Lobsang Sangay: His Holiness had led us brilliantly and by combining a spiritual and political role, he has made a tremendous contribution to the Tibetan cause. By separating the two, he is highlighting the political aspect of Tibet. My duty is to put Tibet and the Tibetan people at the centre. There ought to be support worldwide for Tibet not simply because it is the cause of the Tibetan people but because the Tibet issue reflects and represents general injustices around the world. The issue of Tibet is linked to India’s, Asia’s and even global concerns. India shares a land border with China. It has a sea border too. So, the Tibet issue has a direct link with India’s security. The Tibet issue is vitally important for the international community because the world is confused, anxious, to some extent scared, of this unknown entity called China that has come up. We know them very well. The Tibet experience reflects the dark side of China, not the one you read in the business section of newspapers and news magazines. The tragic experience of Tibet reflects the brutal side of hardliners in the Chinese government who can kill Tibetan people and get away with it. If the Chinese government gets away with Tibet, they will think they can get away with the rest of the world.If the Tibet issue is solved, we will be the catalysts for moderation and humanisation of China because only then will they accept the principle of diversity and freedom. The Tibet issue is not a constitutional or institutional or political problem. The Chinese government has the political ability to grant autonomy. They have done so for Hong Kong and Macau— there is a Special Administrative Region for Hong Kong and Macau. Institutionally, they are separate. For Tibet, they are not willing to do this. Why? Because we are not Han Chinese.

    Mine is a very challenging job. But the definition of leadership is when an ordinary person does something extraordinary.

    এই অবশ্যপাঠ্য সাক্ষাৎকারটি বিস্তারিত পড়ুন এখানে

  14. মাসুদ করিম - ১২ সেপ্টেম্বর ২০১১ (২:৩০ অপরাহ্ণ)

    চীন, ভারত, ব্রাজিল ও রাশিয়া বড় এই চারটি দ্রুত বিকাশমান বাজারের অর্থনীতি ও রাজনীতি বিশ্বায়নের নতুন ধারা-উপধারার উপর কর্তৃত্ব করতে চায়। তাই ‘বিশ্বায়ন’টাই হয়ে উঠতে চাইছে ‘বিপ্রতীপ বিশ্বায়ন’।

    First, non-western national players started to emerge as vital sources of energy and initiative in globalisation. India is clearly one of the new engines of globalisation, with her companies expanding globally at an unprecedented pace. And the country is increasingly turning to Africa and other newly emerging economies, often filling the void left by Western countries. In more than one respect, the world is benefitting from India’s economic growth. Other large countries like China, Brazil and Russia are among the new globalisers, while smaller players (for example, Singapore, Finland and Estonia) contribute to maintaining globalisation’s vitality through niche positioning and technological innovation.

    Second, globalisation has moved from being chiefly characterised by a rapid increase in trade and international investment to combining a set of more complex mechanisms and modes of cross-border exchanges. The world is flat, as Tom Friedman holds, and Western multinationals and Asia’s new outsourcing champions combine their talents and comparative advantages to co-produce their services.

    Third, some immaterial dimensions of globalisation have started to emerge, in which culture, history and spiritual values are playing an increasingly important role. In 2012, Abu Dhabi will to open a satellite of the famed Louvre museum in the United Arab Emirates — a project that led many French to believe that Europe is selling its soul. This initiative yet remains one of the most exciting examples of what true globalisation could be.

    Fourth, globalisation has ceased to be the exclusive business of nation states and big business. A new group of players, which one could call global local players, is assuming increasingly important roles in shaping globalisation: cities are competing with cities, regions with regions, to attract investment and create value at the global level.

    Those four trends are not contradicting the first wave of globalisation. Nor are they cancelling it. Reverse globalisation is not a reversal of globalisation — the process of globalisation is irreversible. Actually, those four trends are reinforcing globalisation by giving it the respectability — and hence the sustainability — that it once lacked. Half of mankind still lives on less than two dollars a day: if globalisation does not benefit those people, it is not only doomed to fail: it will also be remembered as a tragedy.

    বিস্তারিত পড়ুন : Reverse globalisation: The new buzzword

  15. মাসুদ করিম - ১৩ সেপ্টেম্বর ২০১১ (১০:৩৫ পূর্বাহ্ণ)

    দক্ষিণ ফ্রান্সে পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটে গতকাল যে বিস্ফোরণ হয়েছে তাতে ১জন নিহত ও ৪জন আহত হয়েছে, এবং এও জানানো হয়েছে এই বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো আশঙ্কা নেই। ফ্রান্সের প্রতিবেশী স্পেন অবশ্য এবিষয়ে নজর রাখছে, তারা বলছে

    The Spanish radioactive control network did not detect any variation in measurements following Monday morning’s accident, which killed one worker and wounded another four. The French company said there were no radioactive leaks at the site.

    The incident occurred when a furnace exploded at a treatment plant for low or very low radioactive waste owned by Socodei, a branch of French electricity company EDF, and located outside Marcoule on the banks of the Rhône. There is no power plant at Marcoule, although France’s Center for Atomic Energy conducts research there. Open since 1956, it is one of France’s major nuclear facilities.

    The Spanish Nuclear Safety Council is following events at the site of the blast, which took place 280 kilometers from the border with Catalonia, where regional authorities have activated a preventive pre-alert plan.

    Meanwhile, the environmentalist group EQUO said that the messages of calm sent out by the nuclear industry should be taken with a grain of salt, because they always tend to “minimize” these types of incidents.

    EQUO’s spokesman, Juan López de Uralde, a former Greenpeace director, said that the nuclear industry is “notorious for its lack of transparency” and noted that the blast took place “in the heart of the industry,” at one of France’s main nuclear sites, and “without a tsunami or an apparent natural cause to justify it.”

    The green group said that this represents “a new failure of the nuclear industry,” which should “disappear” because of the dangers it poses.

    Francisco Castejón, of the green group Ecologists in Action, said that this accident “questions the entire fuel recycling program” that the industry is based on due to an imminent shortage of uranium. Although Castejón admitted there are no indications of a massive leak, he said that “radioactivity knows no borders.”

    বিস্তারিত পড়ুন : Spain’s nuclear authorities monitoring French accident

  16. মাসুদ করিম - ১৩ সেপ্টেম্বর ২০১১ (২:৩৮ অপরাহ্ণ)

    আমার প্রিয় শিল্পী এদগার দ্যগা, তার প্রদর্শনী চলবে লন্ডন রয়াল একাডেমি অফ আর্টসে ১৭ সেপ্টেম্বর থেকে ১১ ডিসেম্বর। লন্ডনে বা ইংল্যান্ডে যারা আছেন, সময় পেলেই প্রদর্শনীটা দেখে আসুন।

    Edgar Degas fell in love with the Paris Opera Ballet – a world that was to dominate his painting for the rest of his life. Degas and the Ballet: Picturing Movement, at London’s Royal Academy of Arts from 17 September to 11 December, highlights the artist’s mastery of colour, the human form and even empty spaces.

    আর আমাদের মতো অন্যদের জন্য, এখানে স্লাইড শো : Degas and the Ballet – in pictures

  17. মাসুদ করিম - ১৪ সেপ্টেম্বর ২০১১ (১০:১৭ পূর্বাহ্ণ)

    রবীন্দ্রনাথ ঠাকুর, পাবলো নেরুদা ও এইমে সেজার এই তিন কবিকে তাদের সৃষ্টিকর্মের অসাধারণ মানবতাবাদী গুণাবলীর জন্য সম্মান জানালো ইউনেস্কো।

    Beyond their different geographic, social and political contexts, Tagore, a Bengali poet at the time that India was under British rule, Chile’s Neruda and Cesaire – from the French Caribbean island of Guadeloupe – showed a commitment to speaking for the voiceless, it said.

    “By challenging relations based on domination and submission – whether they concern colonialism, fascism or racism – their message attains a universal dimension,” Unesco said at a forum opened by Director-General Irina Bokova at its headquarters in Paris.

    Launched in the wake of the International Year for the Rapprochement of Cultures of 2010, the programme aims to promote translations, publications, and creations connected to the three writers, facilitating the dissemination and adaptation of their message.

    A tribute to Tagore was organised with Bangladesh’s and India’s permanent delegations to Unesco as part of the 150th anniversary of his birth, with song, dance and poetry readings.

    A Unesco work – “Rabindranath Tagore, Pablo Neruda, Aime Cesaire for a reconciled universal” – pays tribute to this universal oeuvre. Published in English, French and Spanish, the illustrated book examines the legacy of the three authors and their messages from a comparative perspective.

    বিস্তারিত পড়ুন : UN honours Tagore, Neruda, Cesaire

  18. মাসুদ করিম - ১৪ সেপ্টেম্বর ২০১১ (১২:৪৪ অপরাহ্ণ)

    এই লিন্কে ছিল পপ আর্টের জনক রিচার্ড হ্যামিলটনের সাক্ষাৎকার। তিনিই মারা গেলেন ৮৯ বছর বয়সে : Richard Hamilton, the original pop artist, dies at 89

    Richard Hamilton, the most influential British artist of the 20th century, has died aged 89.
    In his long, productive life he created the most important and enduring works of any British modern painter.

    This may sound a surprising claim. We have our national icons and our pop celebrities. But neither Francis Bacon nor Lucian Freud nor Damien Hirst has shaped modern art as Hamilton did when he put a lolly with the word POP on it in the hand of a muscleman in his 1956 collage, Just What is it that Makes Today’s Homes So Different, So Appealing?
    Hamilton has a serious claim to be the inventor of pop art: this collage is a visionary, yet ironic, manifesto for a new art that would be at home in the modern world. For him, in a postwar Britain of austerity measures, pop was a utopian ideal. Big, fast cars were the metal angels of a smooth, beautiful future.

    I have been driven by Hamilton in his huge, sleek car. The experience was like stepping into one of his paintings. He drove me to his house, a modern dream home decorated with the works of Marcel Duchamp – or rather, Hamilton’s own replicas personally approved by the maverick dadaist chess player.

    Hamilton’s second great influence on the art of today was his championing of Duchamp at a time when the Frenchman’s subversive philosophical art was largely forgotten. One of Hamilton’s masterpieces is his replica of Duchamp’s Large Glass, in Tate Modern.

    was an intellectual. He did not go for the guts, but the brain. His art is thoughtful, uneasy, even as it celebrates the power of technology. It also became increasingly political. He confronted issues from the Irish Troubles to both Iraq wars in works that dropped the cool mask for outright engagement, making him even more of a meaty and serious proposition.

    Hockney tribute
    Dear Richard, a very fascinating man and artist in my life. He was always part of another art world from the Royal College of Art. He was of course a great friend of Duchamp and a very early promoter of him in England. He was a great stalwart of the old ICA when it was in Dover Street and had a purpose. He would do interviews with young artists and always encouraged them: he introduced Joseph Beuys and Dieter Roth – then “little-known continental artists” – mostly at the ICA but also at his very modern house in north London. He always had very interesting guests. He also seemed to love ambiguity. Once at an ICA discussion, Duchamp was asked for an opinion … I’ve even forgotten the subject, but he stood up and we thought he said “Beware … French painting”, a loaded phrase at the time, perhaps an attack on belle peinture. It was Richard who eventually found out that what he had really said was “Beware – fresh paint”. All interpretations were interesting to Richard. He taught me a lot, as he did a lot of other artists.

    আরো দেখুন : A life in pop: the art of Richard Hamilton – in pictures

  19. মাসুদ করিম - ১৫ সেপ্টেম্বর ২০১১ (১:০৮ অপরাহ্ণ)

    এশিয়া সোসাইটির ঠাকুরপাতা : http://sites.asiasociety.org/tagore

    Introduction

    There are some who are insularly modern, who believe that the past is the bankrupt time, leaving no assets for us, but only a legacy of debts . . . . .It is well to remind them that the great ages of the renaissance in history were those when men suddenly discovered the seeds of thought in the granary of the past. The unfortunate people, who have lost the harvest of the past, have lost their present age.

    —Rabindranath Tagore, from Centre of Indian Culture, 1919

    Rabindranath Tagore (1861–1941), a transformative figure in the modern cultural history of India, is remembered as a poet, playwright, musician, and philosopher, and is also recognized around the world as the first non-European recipient of a Nobel Prize for literature in 1913. Rabindranath Tagore: The Last Harvest commemorates the 150th anniversary of his birth by celebrating Tagore’s work in visual art, an area of creative influence that has been surprisingly underrepresented in remembrances of his legacy. The exhibition comprises more than sixty works on paper produced by this versatile and prolific visionary, drawn from three collections in India, the majority of which have never been seen before in the United States.

    Tagore began drawing and painting at the age of sixty-three with no formal training, although several members of his family were educated in art. His artistic practice grew from his habits as a writer and a poet; revision marks and scratched out words on his manuscripts became free-form doodles. The constant working of Tagore’s mind may be seen in the unfettered flow of lines, free choice of colors, and moods that are at times whimsical and at others pensive.

    • মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (২:০৯ অপরাহ্ণ)

      রবীন্দ্রনাথ ঠাকুরের মূল চিত্রকর্ম যাদের দেখা হয়নি তারা এশিয়া সোসাইটির এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে হাতে গোনা যে কয়েকটি ছবি দেখানো হয়েছে প্রতিটিই খুবই জীবন্ত। এমন আমি আগে কখনো দেখিনি। ভিডিও দেখুন এখানে

      যারা আমেরিকায় আছেন দেখে আসুন প্রদর্শনীটি, বিস্তারিত :Rabindranath Tagore: The Last Harvest

      Visit

      Rabindranath Tagore: The Last Harvest

      Dates: September 9–December 31, 2011

      Hours: Tuesday–Sunday, 11:00 a.m.–6:00 p.m., with extended evening hours Fridays until 9:00 p.m. (except September 9). Closed on Mondays and major holidays. Late-night Fridays will resume on September 16, 2011.

      Location: Asia Society Museum, 725 Park Avenue (at 70th Street), New York, NY

      Cost: $10; $7 for seniors and $5 for students with ID $5; free for members and persons under 16. Admission is free to all Friday 6:00 p.m.–9:00 p.m. (free Fridays resume September 16).

      For more information on other exhibitions and events, visit AsiaSociety.org.

  20. মাসুদ করিম - ১৫ সেপ্টেম্বর ২০১১ (২:৩৫ অপরাহ্ণ)

    আমরা ৯/১১ নিয়ে যত কথা বলি সন্ত্রাসবাদ মোকাবেলায় যত উচ্চবাচ্য করি, ৯/১৫ নিয়ে তেমন একটা ভাবি না — ২০০৮ সালের সেপ্টেম্বরের ১৫ তারিখ আমেরিকায় লেহম্যান ব্রাদার্সের দেউলিয়াত্ব দিয়েই শুরু হয় বিশ্ব অর্থনৈতিক মন্দা। সেই থেকে তা আজো চলছে এবং ইউরোপের সাম্প্রতিক অবস্থায় তা আরো গভীর হবে বলেই সারা পৃথিবী আরো ভয়ংকর মন্দার কালো ছায়া দেখছে।

    Markets across the world are depressed, following a gloomy European tune. Every passing day, it more and more resembles a funeral dirge. France’s CAC 40 Index plumbed a low of 2,769 points this month, a bare 12% above its nadir in the months after the Lehman crisis. The Madrid General Index’s low this month was just 7.5% higher than the lows to which it plummeted after Lehman’s collapse. These numbers show the depth of pessimism in the European markets.

    It is also very doubtful if a policy of austerity will actually improve the fiscal deficit. Austerity will mean lower growth, which will depress tax revenues. So far, policymakers in Europe haven’t been able to convince the markets that they are able to talk with one voice and have the will to tackle the issues. Many fund managers believe a Greek default is just a matter of time. Nevertheless, the markets are so depressed at the moment that any piece of good news could trigger a rally. The cash to fuel that rally is also available.

    There is, though, one chilling fact: as Andrew Haldane, executive director for financial stability at the Bank of England​, points out, the macroeconomic situation today is far better than during the Great Depression​, with one exception: government finances. The International Monetary Fund (IMF) expects debt-to-GDP ratios in the G-7 economies this year to breach 100% of GDP for the first time since the World War II. A paper by Reinhart and Rogoff said in 2010 that with public debt levels above 90%, median growth falls by around 1 percentage point and average growth falls considerably more. That is why a majority of fund managers now believe that Europe will slip into a recession in the next 12 months, according to the BofA-ML survey.

    There could be worse to come. Citibank says they “expect a series of sovereign ratings downgrades among euro area countries in the next three-six months, including Italy, Spain, Greece, Portugal and Cyprus. We also expect Italy, Spain, Portugal and Ireland to be downgraded further over the longer term (next two-three years). Over the next two-three years, we also expect that France and Austria are likely to be put on negative outlook, with Belgium at risk of a single notch downgrade.”

    So while action by policymakers to defuse the crisis in Europe could lead to a rally, the uncertainty is unlikely to go away in a hurry.

    বিস্তারিত পড়ুন : Gloomy European markets fear Lehman-like crisis

  21. মাসুদ করিম - ১৬ সেপ্টেম্বর ২০১১ (১:৪৯ পূর্বাহ্ণ)

    আগ্রহীদের জন্য ইসরাইল-আরব বিরোধ নিয়ে একটি চমৎকার ইনফোগ্রাফিক্স : History of Middle East Conflict

  22. মাসুদ করিম - ১৯ সেপ্টেম্বর ২০১১ (১০:০৮ পূর্বাহ্ণ)

    নালন্দা ছিল উচ্চতর শিক্ষার সুপ্রাচীনতম কেন্দ্র , সেই নালন্দাকে নিয়ে অমর্ত্য সেনের প্রকল্প ‘নতুন নালন্দা’ — সম্প্রতি এই প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে তিনি কথা বলেছেন এশিয়া সোসাইটিতে। এই সাক্ষাৎকার আজ ছাপা হয়েছে ‘দি হিন্দু’ পত্রিকায় : Vision for a new Nalanda

    Nalanda University, the world’s oldest centre of higher learning, is being re-established through an Asian initiative, involving India, China, Singapore, Japan and Thailand. Amartya Sen, Professor of Economics and Philosophy at Harvard University, is chairman of the Interim Governing Board of Nalanda University. Professor Sen, the recipient of the 1998 Nobel Prize in Economics, believes that Nalanda stands for the passion of propagating knowledge and understanding. It was a residential university, and at its peak had 10,000 students from many countries, especially China, Korea, Japan, and Turkey, studying various subjects. Professor Sen responds to Shreeya Sinha’s questions about the project ahead of a lecture he will give at the Asia Society in New York on September 22. Excerpts:

    What was the original ethos behind Nalanda University?

    Old Nalanda as an educational institution was fully dedicated to the pursuit of learning. It was committed to educational excellence. Indeed, because it was largely successful in achieving and maintaining excellence that Nalanda attracted foreign students — from China, Japan, Korea and elsewhere. The institution was Buddhist in terms of its foundation, but Nalanda’s teaching and research were not confined to Buddhist studies. Indeed it was well-known also for what it offered in secular subjects such as health care, linguistics, and astronomy. Nalanda received patronage from Hindu kings (such as the Guptas) as well as from Buddhist kings (such as the Palas of Bengal). It was not, in any sense, a specifically Buddhist institution, but it was in the general Buddhist tradition of focussing on knowledge and understanding as ways of solving problems that pester humanity. It was also a “modern” institution — modern in relation to its time — in offering education that went well beyond religion, and included science (such as astronomy) and the pursuit of practically useful arts (such as public health care).

    What is your vision for its future?

    Ever since I saw Nalanda for the first time as a child, I was completely bowled over by the vision it offered to humanity. I dreamt of bringing the great institution back to life, some day. As I continued to visit Nalanda through my teenage years, the idea of an outstanding centre for higher education at the great centre of ancient Indian civilisation, in Bihar, gripped me more and more. When Chief Minister Nitish Kumar approached me about helping them build a new institution near the old site, I was impressed to see how close his own vision was to what I had hoped would happen one day. I hope to see that dream being realised — at least the initial stages of it — before long. The fact that Bihar also has a lot of economic problems, including persistent poverty, makes it even more necessary for the new Nalanda to offer educational opportunities for the useful arts (such as information technology, environmental studies and management), without undermining the more abstract investigations.

    How was the Vice-Chancellor chosen? What qualifications were the Nalanda Mentor Group looking for?

    The post of Vice-Chancellor is meant to be open to any of the member-countries of the East Asia Summit, even though for the first Vice-Chancellor, the Nalanda Mentor Group had a preference for an Indian academic, with the practical ability to do things, to get the project moving. The four primary considerations that the selection committee had, on the basis of the deliberations of the Mentor Group, were: (1) academic excellence, (2) administrative ability, (3) interest in — and commitment to — the Nalanda university project, and (4) willingness to be based on the new campus in Nalanda to build an intellectual community there from scratch, and be fully involved with Bihar’s problems and concerns.

    Members of the selection committee talked with at least 20 people, sought their advice and also checked their own interest in being considered for the position, including living in Nalanda, as and when it becomes a functioning reality. From time to time, reports on these consultations somehow got leaked in Indian newspapers (even though the consultations and ascertaining of interest in being a resident Vice-Chancellor have sometimes been confused, in these reports, as “offers” having been made to this person or that). On the basis of all the information it had, the selection committee decided that the best feasible appointment would be Dr. Gopa Sabharwal, but it was willing to accept the possibility of appointing some other person from a list of three it gave to the Government of India. Dr. Sabharwal’s academic qualifications are excellent (one of our advisers on the academic side was Professor Andre Beteille, a world-renowned sociologist); her administrative ability is well established; she is totally committed to the Nalanda project; and her involvement with Bihar and willingness to be based in Nalanda contrasted sharply with some others who could have been considered for the position. The Nalanda Mentor Group, which was authorised to make the selection, listed three names, including that of Dr. Sabharwal, but the government could have appointed any one of the three. The government offered Dr. Sabharwal the position of being Vice-Chancellor Designate, to be followed by being Vice-Chancellor as the legal formalities of the university are sorted out. The Mentor Group was very happy that she agreed to take on this job when she was approached.

    I understand that in some parts of the media questions have been raised about whether someone who was not a “full professor” should have been chosen to be the Vice-Chancellor. I suppose an obsession with rank and status in our stratified society makes some people inclined to judge a person not by his or her qualities — and particular qualifications for a very specific job — but by the person’s position in the social hierarchy.

    Has the Vice-Chancellor, Dr. Gopa Sabharwal, started functioning, and what steps is she taking to get this big project off the ground?

    Dr. Sabharwal has made an excellent beginning in setting up the campus, with the help of the Bihar government (which has been impeccably cooperative), and also in planning the legal, administrative and academic arrangements. The first two faculties to be started will be environmental studies and historical studies, to be followed by others such as information technology and international relations. The work on setting up these faculties is very much on the way. Nalanda University, under Dr. Sabharwal’s leadership, has also established reciprocal relations with the Nalanda-Srivijaya Centre in Singapore and the Chulalongkorn University in Thailand, and, at an informal level, with the Peking University in China, through Professor Wang Bangwei of that University who, as an active member of the Mentor Group, has been involved in the planning of Nalanda. There will be a partnership with Korean and Japanese universities as also with leading American universities. These possibilities are now being explored. The making of the architectural plans for the campus and the buildings is in high gear right now, along with securing and looking after the land that the Bihar government has given to the university.

    Unfortunately, Dr. Sabharwal still remains “Vice-Chancellor Designate” rather than being the actual Vice-Chancellor, because of administrative delays at the level of the Government of India, and this does hamper Dr. Sabharwal’s ability to discharge her duties even more efficiently. The Board of the Nalanda University very much hopes that these delays would soon come to an end, which would help her do her job with even greater speed. The Nalanda University Act was passed in Parliament last November (in line with the recommendations of the Mentor Group), and it is anticipated that the administrative delays at the governmental level would soon cease.

    How will the university be financially viable?

    At the moment the bulk of the expenses are being met by the Government of India, through the Planning Commission, which is also helping in sorting out the administrative hurdles. There have been promises of contributions from abroad, both from governmental and non-governmental sources (from China, Singapore, Australia, Laos and elsewhere). But there is a long way to go in firming up the financial base of the university.

    এই সাক্ষাৎকারের পুরো টেক্সট পড়ুন এশিয়া সোসাইটির সাইটে, এখানে

  23. মাসুদ করিম - ১৯ সেপ্টেম্বর ২০১১ (২:৪৭ অপরাহ্ণ)

    সিকিমকেন্দ্রিক হিমালয়ের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০এ উন্নীত হয়েছে। সিকিমে ২৫ জন, বিহার ও পশ্চিমবঙ্গ মিলে ১১ জন, নেপালে ৭ জন, তিব্বতে ৭ জন।

    Rescue workers used shovels and their bare hands to pull bodies from the debris of collapsed buildings Monday, as the death toll from an earthquake that hit northeast India, Nepal and Tibet rose to 50.

    At least 25 people died in the northeastern Indian state of Sikkim after the 6.9 magnitude quake hit the region Sunday evening, police said.

    Paramilitary soldiers had pulled out 18 bodies and had located seven others buried under mounds of concrete in Gangtok, Sikkim’s capital, said police Chief Jasbir Singh.

    Another 11 people were killed the neighboring Indian states of Bihar and West Bengal. Seven people died in Nepal and China’s official Xinhua news agency reported seven deaths from Tibet.

    Most of the deaths occurred when houses, already weakened from recent monsoon rains, collapsed due to the force of the quake, which was centered in Sikkim near India’s border with Nepal.

    Heavy rains and landslides hampered rescue workers as they worked through the night to pull people from under the rubble, Singh said.

    Much of the damage was not immediately known because the region is remote and sparsely populated.

    খবরের লিন্ক এখানে

    যদিও বাংলাদেশে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তারপরও বাংলাদেশের সবচেয়ে যেখানে ক্ষতি হওয়ার কথা সেই উত্তরবঙ্গের খবর, আমার মনে হচ্ছে আমরা ঠিক মতো পাচ্ছি না। প্রিন্ট, ইলেকট্রনিক ও টিভি মিডিয়াগুলো মনে হচ্ছে শুধু রাজধানী নিয়েই ব্যস্ত আছে।

    • মাসুদ করিম - ২২ সেপ্টেম্বর ২০১১ (১০:২৫ পূর্বাহ্ণ)

      হিমালয় ভূমিকম্পে রবীন্দ্রনাথের কালিম্পঙ্গের বাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, মংপুর বাড়িটির দেয়ালে অতিসুক্ষ্ম চিড় লক্ষ্য করা গেছে। লিন্ক এখানেএখানে

    • মাসুদ করিম - ২৬ সেপ্টেম্বর ২০১১ (১২:৪৮ অপরাহ্ণ)

      আজকের ‘প্রাত্যহিক খবর’এ পড়ুন সিকিমের চিঠি : ভূমিকম্প, ভয় ও ভাবনা

  24. মাসুদ করিম - ২০ সেপ্টেম্বর ২০১১ (১০:১২ পূর্বাহ্ণ)

    অনুপ চেটিয়াকে জেলেই হত্যার পরিকল্পনা চলছিল, তাই জেলে অনুপ চেটিয়ার উপর নজরদারি বাড়ানো হয়েছে। অনুপ চেটিয়াকে তারাই হত্যার পরিকল্পনা করছে যারা তাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল। তাদের উদ্দেশ্য একটাই, অনুপ চেটিয়াকে শেষ করে দিতে পারলে অনুপ চেটিয়ার সাথে তাদের বিগত জঙ্গি ও ব্যবসায়িক কর্মকাণ্ডের ইতিহাস মুছে ফেলা যাবে। বিস্তারিত পড়ুন : এখানেএখানে

  25. মাসুদ করিম - ২০ সেপ্টেম্বর ২০১১ (১২:৪৩ অপরাহ্ণ)

    আগামী শুক্রবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করবে।

    Palestinian Authority President Mahmoud Abbas said here Monday that he will formally apply for the UN membership on Friday, a UN spokesman told reporters.

    Abbas, who is here in New York at the UN Headquarters for the annual debate of the UN General Assembly, made the statement in his meeting with UN Secretary-General Ban Ki-moon, according to Ban’s spokesman Martin Nesirky. “The secretary-general and President Mahmoud Abbas had a constructive meeting today,” said Nesirky, adding that President Abbas had informed the secretary-general of his intention to submit on Friday an application for membership in the United Nations.

    Last week, Ban told a press conference that he will pass the application to the Security Council if asked to do so by the Palestinians.

    After that, the global peace and security body would examine it and come up with a resolution to recommend Palestinian statehood to the General Assembly. However, the U.S., a strong ally of Israel and one of the five permanent members of the 15-nation Council, is likely to use its veto power to thwart the Palestinians.

    If the statehood bid in the Security Council fails, Abbas and the Palestinians could bring their case straight to the General Assembly, where it has widespread support. In this scenario, though, the Palestinians would only be able to gain non-member observer statehood. This would be a step up from their current status of permanent observer, but would not allow them to cast votes at the UN.

    “The secretary-general reiterated his support for the two-state solution and stressed his desire to ensure that the international community and the two parties can find a way forward for resuming negotiations within a legitimate and balanced framework, and discussed with President Abbas the ongoing Quartet efforts in this regard,” Nesirky said, adding President Abbas had stressed his commitment to a “negotiated solution.”

    The Quartet, which groups the United States, the European Union, Russia and the United States, is a diplomatic group in search of the two-state solution — an independent Palestine State to live in peace with a secure Israel.

    Asked if the secretary-general had a preference concerning the Palestinian bid for UN membership, the spokesperson said this was a matter for member states to decide through the established procedures.

    In response to a question on a meeting of the Quartet envoys, Nesirky said they held regular meetings and had met on Sunday in New York.

    খবরের লিন্ক এখানে

    • মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (৬:৩৭ অপরাহ্ণ)

      ফিলিস্তিন কর্তৃপক্ষ জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করে তা লাভের স্বপ্ন দেখছে।

      Defying U.S. and Israeli opposition, Palestinians asked the United Nations on Friday to accept them as a member state. The dramatic move on the world stage, sidestepping nearly two decades of troubled negotiations, was made in hopes of reenergizing their quest for an independent homeland.

      U.N. spokesman Farhan Haq said Palestinian President Mahmoud Abbas handed U.N. Secretary-General Ban Ki-moon a letter requesting full U.N. membership, which the Security Council must consider – although this may take some time.

      Greeted by cheering from many members of the U.N. General Assembly, Abbas called on the Israelis “to come to peace” and said the Palestinians would continue peaceful and popular resistance to the Israeli occupation.

      Abbas told the General Assembly that the Jewish settlement construction threatens to destroy the two-state solution and the survival of his fledgling government, the Palestinian Authority.

      Burden of history

      A gulf of mistrust separates Israelis and Palestinians, who each feel their existence is at stake in a bitter struggle over borders, security, refugees and Jerusalem. The United Nations partitioned Palestine in 1947, but Arab states rejected that and declared war on the new state of Israel, which then captured more territory than it had been allotted under the U.N. plan and dispossessed hundreds of thousands of Palestinians, who became refugees.

      Two decades after Israel seized the West Bank, including east Jerusalem, and the Gaza Strip in the 1967 Middle East war, the Palestine Liberation Organization recognized Israel and reduced its demands to a state on those territories. A 1993 agreement signed by PLO leader Arafat and Israeli Prime Minister Yitzhak Rabin set out a plan for Palestinian self-rule, which was never fully implemented.

      Israel has continued to expand settlements in the West Bank, although it dismantled them in the Gaza Strip, now ruled by Hamas Islamists who refuse to recognize the Jewish state. Palestinian uprisings erupted in 1987 and 2000, but failed to end Israeli occupation or bring statehood closer.

      U.S. Secretary of State Hillary Clinton said Washington would continue to push for a durable, negotiated peace. Israel sees the initiative at the United Nations as a sinister attempt to shear away its own legitimacy. Hamas meanwhile rejected Abbas’ statehood bid as unworthy. “Our Palestinian people do not beg for a state,” said Ismail Haniyeh, who heads the Hamas administration in Gaza. “States are not built upon U.N. resolutions. States liberate their land and establish their entities.”

      Diplomats are trying to limit the fallout from the Palestinian statehood application. The Security Council could delay action on Abbas’ request, giving the mediating “Quartet” – the United States, Russia, the European Union and the United Nations – more time to craft a declaration that could coax the two sides back to the table. But the Quartet, whose envoys met again – Friday, has spent months trying to agree on a statement acceptable to the parties. French President Nicolas Sarkozy has proposed that the General Assembly vote to upgrade the Palestinians to a “non-member state,” while reviving direct peace talks.

      বিস্তারিত পড়ুন : Palestinians seeking to make dream real

      • মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১১ (১২:১২ অপরাহ্ণ)

        ফিলিস্তিন কর্তৃপক্ষের জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যপদের আবেদন নিয়ে জার্মান সাপ্তাহিক ‘স্পিগেল’এর ফটোনিবন্ধ : Palestinians Celebrate UN Application

  26. মাসুদ করিম - ২০ সেপ্টেম্বর ২০১১ (২:৪৮ অপরাহ্ণ)

    ১৭ সেপ্টেম্বর ছিল মকবুল ফিদা হুসেনের মৃত্যুপর প্রথম জন্মদিন। পশ্চিমবঙ্গের দৈনিক ‘সংবাদ প্রতিদিন’ তাদের ১৮ সেপ্টেম্বরের ‘রোববার’এ লেখায় ছবিতে অসাধারণভাবে স্মরণ করেছে হুসেনকে।

  27. মাসুদ করিম - ২১ সেপ্টেম্বর ২০১১ (১১:৪৪ পূর্বাহ্ণ)

    ই-বুক আমি পড়িনি কখনো, ই-বুক পড়ার রিডারও আমার নেই। তবে যারা ই-বুক পড়ায় অভ্যস্ত এবং যাদের ই-রিডার আছে, তাদের জন্য একটা সুখবর আছে — আমরা যার ছাপা বই পড়ি, তারা যেমন বই ধার দিতে পারি নিতে পারি — ই-রিডাররাও কয়েক মাসের মধ্যেই তাদের ই-বুক পড়ার যন্ত্রগুলোতে এমন একটা ফিচার পেয়ে যাবেন যাতে তারাও ই-বুক ধার দিতে ধার নিতে পারবেন।

    Amazon has promised that the Kindle will get e-book library lending by year’s end and word is the service is getting closer to launching, with beta testing reportedly under way in the Seattle area.

    Nathan over at the eBook Reader Blog writes:

    Amazon and OverDrive have quietly started rolling out Kindle ebook lending from public libraries, albeit in Beta. Even though there hasn’t been any official announcement yet, some public libraries have already started lending ebooks for the Kindle…Plus the Device Resource Center over at OverDrive now lists the Amazon Kindle 3, Kindle DX, Kindle 1, and Kindle 2 as supported devices. The library ebooks will also work with Kindle apps and the Kindle Cloud Reader according to the public library books help page at Amazon.

    Other e-readers, such as the Barnes&Noble Nook and Sony Readers, have offered the library lending feature for a while and some users swear by it. Basically, if your local public library offers e-book lending (and you have a library card) you can check out an e-book for a set period of time (usually less than two weeks). Often, there’s a wait list for more-popular titles–and only a fraction of e-book titles are available for borrowing–but the best thing about the service is that it’s free.

    লিন্ক : Kindle library lending feature nears launch

  28. মাসুদ করিম - ২১ সেপ্টেম্বর ২০১১ (১২:০৭ অপরাহ্ণ)

    আমেরিকায় দারিদ্র : সংখ্যায়

    Last month, we detailed the dismal state of the nation’s economy. Now that the Census Bureau has released new poverty figures, we wanted to give you another snapshot of how Americans are faring more than two years after the recession.

    Americans below the poverty line in 2010: 46.2 million

    Official U.S. poverty rate in 2007, before the recession: 12.5 percent

    Poverty rate in 2009: 14.3 percent

    Poverty rate in 2010: 15.1 percent

    Last time the poverty level was this high: 1993

    Poverty line in 2010: $22,314 for a family of four, or $11,139 for an individual

    Rough amount the poor are living on per week: $200 or less

    Poverty rate in American suburbs: 11.8 percent, the highest since 1967

    Percentage of the population making less than half the poverty line in 2010: 6.7 percent

    Percentage of the population making less than half the poverty line in 2007, before the recession: 5.2 percent

    Poverty rate for white Americans in 2010: 13 percent

    Poverty rate for African-Americans in 2010: 27.4 percent

    Real median household income in 2010: $49,445

    Decline in median household income since 2009: 2.3 percent

    Decline in median household income since before the recession: 6.4 percent

    The last time median household incomes have been this low: 1996

    Real median household income in 1999, in 2010 dollars: $53,252

    Median income for full-time male workers in 2010: $47,715

    Median income for full-time male workers in 1973, in 2010 dollars: $49,065

    Official unemployment rate in August 2011: 9.1 percent

    Total unemployed people in August: 14 million

    People who were employed part-time for economic reasons in August 2011: 8.8 million

    People not counted in the labor force who wanted work: 2.6 million

    Net jobs created in August 2011: 0

    Long-term unemployed people as of August 2011: 6 million

    Unemployed workers per job opening as of July 2011: 4.34 (3.2 million openings and 13.9 million unemployed people)

    Uninsured Americans in 2010: 49.9 million

    Percentage of Americans without health insurance in 2010: 16.3 percent

    Percentage of Americans without health insurance in 2007, before the recession: 15.3 percent

    Percentage of children who were uninsured in 2010: 9.8 percent

    Percentage of children in poverty who were uninsured in 2010: 15.4 percent

    Percentage of American households that had enough to eat throughout the year in 2007: 88.9 percent

    Percentage of American households that had enough to eat throughout the year in 2010: 85.5 percent

    লিন্ক : Our Sputtering Economy by the Numbers: Poverty Edition

  29. মাসুদ করিম - ২১ সেপ্টেম্বর ২০১১ (১২:৫৩ অপরাহ্ণ)

    গুগলের সামাজিক সাইট গুগল প্লাস ১২ সপ্তাহের সংরক্ষিত পরীক্ষামূলক ব্যবহারের পর সবার জন্য খুলে দেয়া হয়েছে।

    Google Inc has opened up its Google Plus social network to everyone after testing it with a limited audience for 12 weeks.

    Google said in a blog post on Wednesday that it will now let anyone sign up for Google Plus.

    Previously the service was only available by invitation, though it got easier to join in recent weeks. The company also added a search capability to Google Plus that will let users sift through posts on the site.

    Google Plus is the online search leader’s attempt to compete with Facebook, by far the world’s most populous online social network with more than 750 million users.

    Today’s upgrades come two days ahead of Facebook’s f8 conference in San Francisco, where the company is expected to unveil several new features.

    Google also made Plus’s Hangouts feature which lets users video chat with multiple people at a time available on smartphones with front-facing cameras.

    The feature currently works with phones running Google’s Android system. Google says support for Apple devices is coming soon. A new service called Hangouts On Air, meanwhile, lets users broadcast their videos online or view these videos as spectators.

    Google said it’s starting off with a limited number of broadcasters. Google plans to host its first such hangout with Black Eyed Peas frontman Will.i.am. on Thursday night.

    লিন্ক : Google opens Plus social network to everyone

  30. মাসুদ করিম - ২১ সেপ্টেম্বর ২০১১ (২:৩৬ অপরাহ্ণ)

    গতকাল আমেরিকার ‘এশিয়া সোসাইটি’তে শেখ হাসিনার বক্তৃতার সারমর্ম

    “South Asia’s Switzerland” isn’t a title most would associate with Bangladesh. Yet this is an impression Bangladeshi Prime Minister Sheikh Hasina would like to forge.
    Speaking at the Asia Society on Tuesday afternoon, Hasina mentioned the central European nation as a role model for her own country, citing the two countries’ similar position as crossroads amid much larger powers.
    Without a doubt, Bangladesh has a long way to go before anyone confuses it with one of the world’s most prosperous countries. In recent years, however, the Bangladeshi economy has shown impressive growth, averaging six percent even during the recent global economic slowdown. According to the prime minister’s prepared remarks, all sectors of the economy — agricultural, industrial and services — have shared in the growth, and 90 percent of annual public expenditure now comes from domestic sources.
    On top of this progress, Bangladesh has enormous economic potential, not least due to its geographic location. Situated between India and Southeast Asia and only a short distance from China, Bangladesh is positioning itself as a regional economic hub. Demographics may also play a favorable role in Bangladesh’s future. Of its population of over 160 million people, more than half are under the age of 40. Such a sizeable, inexpensive pool of labor could pay the same dividends in Bangladesh as it has in China, India and elsewhere.
    Clearly, major problems persist. Bangladesh remains one of the continent’s poorest nations, facing enormous resource and environmental hurdles. Political instability has plagued the country since its independence from Pakistan in 1971, often preventing previous governments from implementing sound economic policies. Corruption remains rife in spite of Hasina’s rhetorical commitment to eliminating it.
    Yet one could clearly detect a spirited optimism in Sheik Hasina, now in her second tenure as prime minister. Relations with neighboring countries are good, and the investment climate has improved markedly since her first days in office. Bangladesh may not be close to becoming a world-class skiing destination, but in the future comparisons to Switzerland may be apt.

    লিন্ক : Bangladesh on the Rise

  31. মাসুদ করিম - ২২ সেপ্টেম্বর ২০১১ (৭:৪৯ অপরাহ্ণ)

    ‘ক্রিকেটের বাঘ’ খ্যাত ক্রিকেট কিংবদন্তী মনসুর আলী খান পাতৌদির জীবনাবসান হয়েছে আজ সন্ধ্যায় দিল্লির এক হাসপাতালে যেখানে গত আগস্ট থেকে তার ফুসফুসের ইনফেকশনের চিকিৎসা চলছিল।

    Seventy-one-year old legendary India cricketer and captain Mansur Ali Khan Pataudi died this evening in a Delhi hospital. He was suffering from lung infection and was in the ICU of Sir Gangaram Hospital for the last few days. Also known as Tiger Pataudi, he played 46 Tests for India, 40
    as captain. He is surived by wife Sharmila Tagore and three children.

    The condition of Pataudi, deteriorated on Thursday, doctors attending to him said. He was unable to maintain his oxygen level in spite of maximum treatment.

    Pataudi, 70, was admitted to the hospital in August with acute lung infection. The condition does not allow normal passage of oxygen to both the lungs. The patient breathes out more carbon dioxide during infection.

    খবরের লিন্ক এখানে

    • মাসুদ করিম - ২৩ সেপ্টেম্বর ২০১১ (৬:৩৫ অপরাহ্ণ)

      পতৌদি খুব ভাল তবলা ও হারমোনিয়াম বাজাতে পারতেন। তাকে নিয়ে হিন্দুস্তান টাইমসের ফটোনিবন্ধ: Lesser-known face of Mansoor Ali Khan Pataudi

      • মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (১০:৩১ পূর্বাহ্ণ)

        Better informed people will write a lot more about Tiger’s cricket. But since my journalistic periscope is mostly political, let me talk politics. Mansur Ali Khan Pataudi was our rare, in fact almost solitary, Muslim star in not just cricket but popular culture in an era when our secular temper was still evolving. Through the sixties, Muslims were not even usually picked in the national hockey team because they were not trusted against Pakistan. Ask Inamur Rahman, a most brilliant forward of his time to not play very much for India. Aslam Sher Khan arrived in Indian hockey in 1972 and Azharuddin in cricket in 1984. But Tiger, at 21, was drafted to captain a battered India in the West Indies to replace Nari Contractor, nearly killed by a Griffith bouncer. It was 1961, and exactly the year when one Asif Iqbal left Hyderabad (Tiger’s Ranji team) for Pakistan which he captained later on. Tiger Pataudi, though he may never have looked at it like that, became that symbolic link in the evolution of Indian secular thought. Remember, this was a period when our biggest Muslim film stars had felt constrained to take Hindu names. Dilip Kumar and Madhubala, for example.

        I return now to the first person and the “when I was…” narration. But this was not several decades, but only a few weeks ago. I was chatting with Saif Ali Khan on a Bombay-Delhi flight and told him who I thought was the most talented member of his brilliant family. His mom, Sharmila, of course.

        Within weeks now, I have to have a rethink as you read all the stuff on Tiger, and go back to your own memories. The man taught India aggression, winning, how not to fear pace, and achieved all of it with just one good eye. Now just how much talent would that have required? I may, therefore, be allowed to change my opinion on who is (or sadly, was) the most talented member of this family. I am sure neither Sharmila, nor her brilliant children, would complain or disagree.

        পতৌদি স্মরণে শেখর গুপ্তের লেখাটি বিস্তারিত পড়ুন : The game’s gentleman

  32. মাসুদ করিম - ২৩ সেপ্টেম্বর ২০১১ (৫:৩১ অপরাহ্ণ)

    সবাইকে অনুরোধ করব ব্রিটিশ পুলিশের ভুল করা প্রীতিলতার পারিবারিক নাম ওয়াদ্দেদার ব্যবহার করা থেকে বিরত থেকে তার ঠিক পারিবারিক নাম ওয়াদ্দার ব্যবহার করুন। এর আগেও এনিয়ে এই সুপারিশকৃত লিন্কেই লিখেছিলাম

    ১৯১১ সালের ৫ মে ধলঘাটের দক্ষিণ সমুরায় জন্মেছিলেন প্রীতিলতা, যার ওয়াদ্দার নামটি ব্রিটিশ পুলিশের ভুলের কারণে ওয়াদ্দেদার হয়ে যায় — এ তথ্যটি জানা গেল কলকাতার বেথুন কলেজের আয়োজনে ‘প্রীতিলতা জন্মশতবর্ষ’-এ প্রদর্শিত ডকুমেন্টস থেকে। বেথুন কলেজের প্রাক্তন ছাত্রী প্রীতিলতা স্মরণে গতকালই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করলেন বেথুন কলেজে ‘প্রীতিলতা ভবন’। বিস্তারিত পড়ুন এখানে

  33. মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (১২:১৯ পূর্বাহ্ণ)

    গজল গায়ক ও সুরকার জগজিৎ সিং হাসপাতালে।

    Renowned ghazal singer Jagjit Singh was admitted to a hospital here on Friday after he suffered a brain hemorrhage and is in a critical state, doctors attending to him said.

    Doctors at the Lilavati Hospital in suburban Bandra performed a life-saving surgery on him, hospital sources said.

    Singh (70) is under observation and is stated to be in critical condition, they said.

    He was to perform at a concert in the city today.

    লিন্ক : Singer Jagjit Singh in hospital after brain hemorrhage

    • মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (৩:২৪ অপরাহ্ণ)

      জটিল এক অপারেশনের পরে তাকে আইসিইউ-তে আনা হয়েছে, কিন্তু তার অবস্থা আগের মতোই ‘ক্রিটিক্যাল’।

      Renowned ghazal singer Jagjit Singh continues to be critical in the Lilavati Hospital, where he was admitted and underwent surgery on Friday, a hospital trustee said on Saturday.

      Further details of his condition were not revealed. “We have to respect the patient’s privacy,” managing trustee Niket V. Mehta said.

      “Jagjit Singh’s condition continues to remain critical,” Mehta told the media on Saturday afternoon.

      The 71-year-old Singh is currently in the ICU after undergoing emergency surgery for brain haemorrhage on Friday evening.

      Singh and maestro Ghulam Ali were scheduled to perform at a concert in Shanmukhananda Hall in central Mumbai. The performance was cancelled.

      Singh has been suffering from high blood pressure since the past few years.

      Known as ‘Ghazal King’ of India, Jagjit Singh, and his wife Chitra are considered the pioneers of modern ghazal singing in the country.

      লিন্ক : Jagjit Singh remains ‘critical’

  34. মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (৯:৫৮ পূর্বাহ্ণ)

    আলোর চেয়েও দ্রুতগতির নিউট্রিনোর খোঁজ মিলল।

    আলোই শেষ কথা বলে না। গতির দম্ভে যুগ যুগ সেরার শীর্ষে থাকা ফোটন কণার দিন ফুরাল। সার্নের কণা পদার্থবিদরা দাবি করলেন তারা আলোর চেয়ে বেশি গতির কণার খোঁজ পেয়েছেন।

    বিস্তারিত পড়ুন এখানে

    • মাসুদ করিম - ২৭ সেপ্টেম্বর ২০১১ (১১:২২ অপরাহ্ণ)

      নিউট্রিনোদের সম্বন্ধে আমাদের যা যা জানা দরকার

      What exactly are they?
      With a neutral charge and nearly zero mass, neutrinos are the shadiest of particles, rarely interacting with ordinary matter and slipping through our bodies, buildings and the Earth at a rate of trillions per second.

      First predicted in 1930 by Wolfgang Pauli, who won a Nobel prize for this work in 1945, they are produced in various nuclear reactions: fusion, which powers the sun; fission, harnessed by humans to make weapons and energy; and during natural radioactive decay inside the Earth.

      If they are so stealthy, how do we know they are there at all?
      Wily neutrinos usually avoid contact with matter, but every so often, they crash into an atom to produce a signal that allows us to observe them. Fredrick Reines first detected them in 1956, garnering himself a Nobel prize in 1995.

      Most commonly, experiments use large pools of water or oil. When neutrinos interact with electrons or nuclei of those water or oil molecules, they give off a flash of light that sensors can detect.

      Where are these experiments found?
      These days, a lot of expense and extreme engineering go into detectors that are sunk into the ground to shield them from extraneous particles that might interfere with them. For instance, OPERA, which detected the apparently faster-than-light neutrinos beamed from CERN, lies inside the Gran Sasso mountain in Italy. This works because neutrinos shoot straight through such shields.

      Other detectors pick up naturally-produced neutrinos. One such detector – ANTARES – is miles under the Mediterranean Sea, while another, IceCubeMovie Camera, is buried under Antarctic ice.

      What’s cool about neutrinos?
      Their stealth belies their potential importance. Take extra dimensions. Most particles come in two varieties: ones that spin clockwise and ones that spin anticlockwise. Neutrinos are the only particles that seem to just spin anticlockwise. Some theorists say this is evidence for extra dimensions, which could host the “missing”, right-handed neutrinos.

      Anything else?
      Unseen right-handed neutrinos may also account for mysterious dark matter. This is thought to make up 80 per cent of all matter in the universe and to stop galaxies from flying apart. The idea is that right-handed neutrinos might be much heavier than left-handed ones and so could provide the requisite gravity.

      And what’s this about them coming in “flavours”?
      Another strange thing about neutrinos is that they come in at least three types or “flavours” – tau, electron and muon – and can morph from one flavour to another. Recent experiments suggest there may be differences in the ways that antineutrinos and neutrinos morph, which might in turn explain how an imbalance of matter and antimatter arose in the early universe.

      Do they have any practical applications?
      Sort of – and more are in the works. Some physicists hope to detect neutrinos given off by secret nuclear reactors. Others dream of using them as the basis of a novel communication system that would allow messages to be transmitted to the other side of the world without wires, cables or satellites. Meanwhile the underwater ANTARES detector is doubling up as a telescope for marine life. That’s because, as well as neutrinos, it can detect the light given off by luminous organisms and bacteria.

      লিন্ক : Neutrinos: Everything you need to know

  35. মাসুদ করিম - ২৪ সেপ্টেম্বর ২০১১ (৩:০৪ অপরাহ্ণ)

    আধুনিক হিন্দি থিয়েটারের প্রাণপুরুষ সত্যদেব দুবে কোমায়। বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ, পাগলা ঘোড়ার হিন্দি প্রযোজনা, মোহন রাকেশের আধে আধুরে ও বিজয় তেন্ডুলকরের খামোশ, আদালত জারি হ্যায় প্রযোজনার জন্য বিখাত এই লেখক, নাট্যনির্দেশক ও অভিনেতা এক দুর্দান্ত অপ্রতিরোধ্য নাট্যপ্রতিভা। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি।

    The 75-year-old veteran playwright and director was at Prithvi Theatre Cafe in Juhu when he suffered a seizure

    The Indian theatre fraternity is distraught by the news of playwright and director Satyadev Dubey slipping into coma. On Monday evening, 75-year-old Dubey was at his usual hangout at Prithvi Theatre Cafe in Juhu when he suffered a seizure. He was immediately rushed to nearby Sujay Hospital. The following day he was moved to another hospital in Irla. Dubey’s health has been fragile for a while now and he has been in and out of hospital a couple of times in the last few years.

    Although he has been conducting theatre workshops occasionally, he hasn’t staged a production since 2008. His last production, as a writer-director, Khuda Ke Liye Mat Dekhna was a semi-autobiographical play. The same year, Prithvi Theatre dedicated their annual fest to Dubey. In fact, early this year, Indian theatre’s enfant terrible, who is responsible for many splendid productions including Badal Sircar’s Evam Indrajit and Pagla Ghoda, Mohan Rakesh’s Aadhe Adhure, and Vijay Tendulkar’s Khamosh! Adalat Jari Hai, was awarded the Padma Bhushan. We wish the iconoclastic theatrewallah a speedy recovery.

    লিন্ক : Satyadev Dubey slips into coma

  36. মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১১ (১:৪৪ পূর্বাহ্ণ)

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম সাধারণ সভায় শেখ হাসিনা তার বক্তৃতায় বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দিতে সকল সদস্যের সমর্থন কামনা করেছেন।

    বাংলাকে দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, “বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আমি বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দিতে আমাদের আবেদনের প্রতি সবার সমর্থন কামনা করছি।”

    মাতৃভাষা হিসেবে ব্যবহারকারীর সংখ্যার বিচারে বাংলা বিশ্বের ষষ্ঠ ভাষা। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালে বাঙালির আত্মত্যাগের স্মরণে ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্র”য়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। পরের বছর থেকে জাতিসংঘের সব সদস্য দেশে দিবসটি পালিত হয়ে আসছে।

    মান্দারিন, ইংরেজি, আরবি, ফরাসি, রুশ ও স্প্যানিশ ভাষার পাশাপাশি বাংলাকেও জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে ২০০৯ সালে জাতীয় সংসদে একটি প্রস্তাব পাশ করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও ‘বাংলার’ পক্ষে এই দাবিতে সমর্থন দিয়েছে।

    ভারতে যে ২৩টি ভাষাকে দাপ্তরিক মর্যাদা দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাও অন্যতম। এছাড়া এটি ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যেরও দাপ্তরিক ভাষা।

    এছাড়া বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতার প্রতি সম্মান জানিয়ে সিয়েরা লিওনও বাংলাকে দাপ্তরিক ভাষার স্বীকৃতি দিয়েছে।

    খবরের লিন্ক : বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করুন: হাসিনা

  37. মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১১ (১:০১ অপরাহ্ণ)

    কিছু দিন আগে আমরা জানতে পেরেছিলাম অনুপ চেটিয়া বাংলাদেশের একজন বড় ব্যবসায়ীর বোনকে বিয়ে করে ঢাকা শহরে ব্যবসাবাণিজ্যও শুরু করে দেন — এখন আমরা জানতে পারছি পরেশ বড়ুয়ার টাকা খাটছে বাংলাদেশের বড় কয়েকটা হাউজিং কোম্পানিতে। প্রথম ক্ষেত্রে ইঙ্গিত করা হয়েছে ট্রান্সকমের মালিক লতিফুর রহমানকে। দ্বিতীয় ক্ষেত্রে সরাসরি নাম এসেছে বসুন্ধরার শাহআলম ও যমুনার বাবুলের। এনএসআই বলছে এসব খবর ভিত্তিহীন, কাল্পনিক। কিন্তু আমাদের সত্যটা সত্যিই জানা দরকার, তার সবচেয়ে বড় কারণ এই তিনজনের হাতেই আছে বাংলাদেশের প্রধান তিনটি জাতীয় দৈনিক : প্রথম আলো, কালের কণ্ঠ ও যুগান্তর। এইসব জাতীয় পত্রিকার আড়ালে আমাদের ব্যবসায়ীরা কী করছেন জানা খুবই জরুরী। এখন সময় সর্বোচ্চ সতর্কতার ও এবং এইসব তথ্যের সঠিকতা উদঘাটনের।

  38. মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১১ (৫:৫৮ অপরাহ্ণ)

    বৌদ্ধ শিল্পের অসাধারণ উৎকর্ষ সাধিত হয়েছিল গান্ধারায়, এই গান্ধারা ছিল এখনকার পাকিস্তানে, এই গান্ধারা শিল্প নিয়ে এশিয়া সোসাইটির চমৎকার ওয়েব সাইট: http://sites.asiasociety.org/gandhara/

  39. মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১১ (৬:৪০ অপরাহ্ণ)

    মক্কা এখন ধনীদের জন্য।

    Behind closed doors – in places where the religious police cannot listen in – residents of Mecca are beginning to refer to their city as Las Vegas, and the moniker is not a compliment.

    Over the past 10 years the holiest site in Islam has undergone a huge transformation, one that has divided opinion among Muslims all over the world.

    Once a dusty desert town struggling to cope with the ever-increasing number of pilgrims arriving for the annual Hajj, the city now soars above its surroundings with a glittering array of skyscrapers, shopping malls and luxury hotels.

    To the al-Saud monarchy, Mecca is their vision of the future – a steel and concrete metropolis built on the proceeds of enormous oil wealth that showcases their national pride.

    Yet growing numbers of citizens, particularly those living in the two holy cities of Mecca and Medina, have looked on aghast as the nation’s archaeological heritage is trampled under a construction mania backed by hardline clerics who preach against the preservation of their own heritage. Mecca, once a place where the Prophet Mohamed insisted all Muslims would be equal, has become a playground for the rich, critics say, where naked capitalism has usurped spirituality as the city’s raison d’être.

    Few are willing to discuss their fears openly because of the risks associated with criticising official policy in the authoritarian kingdom. And, with the exceptions of Turkey and Iran, fellow Muslim nations have largely held their tongues for fear of of a diplomatic fallout and restrictions on their citizens’ pilgrimage visas. Western archaeologists are silent out of fear that the few sites they are allowed access to will be closed to them.

    But a number of prominent Saudi archaeologists and historians are speaking up in the belief that the opportunity to save Saudi Arabia’s remaining historical sites is closing fast.

    “No one has the balls to stand up and condemn this cultural vandalism,” says Dr Irfan al-Alawi who, as executive director of the Islamic Heritage Research Foundation, has fought in vain to protect his country’s historical sites. “We have already lost 400-500 sites. I just hope it’s not too late to turn things around.”

    Sami Angawi, a renowned Saudi expert on the region’s Islamic architecture, is equally concerned. “This is an absolute contradiction to the nature of Mecca and the sacredness of the house of God,” he told the Reuters news agency earlier this year. “Both [Mecca and Medina] are historically almost finished. You do not find anything except skyscrapers.”

    Dr Alawi’s most pressing concern is the planned £690m expansion of the Grand Mosque, the most sacred site in Islam which contains the Kaaba – the black stone cube built by Ibrahim (Abraham) that Muslims face when they pray.

    Construction officially began earlier this month with the country’s Justice Minister, Mohammed al-Eissa, exclaiming that the project would respect “the sacredness and glory of the location, which calls for the highest care and attention of the servants or Islam and Muslims”.

    The 400,000 square metre development is being built to accommodate an extra 1.2 million pilgrims each year and will turn the Grand Mosque into the largest religious structure in the world. But the Islamic Heritage Foundation has compiled a list of key historical sites that they believe are now at risk from the ongoing development of Mecca, including the old Ottoman and Abbasi sections of the Grand Mosque, the house where the Prophet Mohamed was born and the house where his paternal uncle Hamza grew up.

    বিস্তারিত পড়ুন : Mecca for the rich: Islam’s holiest site ‘turning into Vegas’

  40. মাসুদ করিম - ২৫ সেপ্টেম্বর ২০১১ (৬:৫৭ অপরাহ্ণ)

    তুরস্কের Heracles শেষ পর্যন্ত তুরস্কে ফিরে এসেছে।

    The top half of an 1,800-year-old Roman sculpture of the mythological hero Heracles, which was smuggled out of the country 40 years ago, is to return to Turkey in the plane of Prime Minister Recep Tayyip Erdoğan, according to daily Hürriyet.

    Turkish Culture and Tourism Minister Ertuğrul Günay said he was happy about the imminent return of the top half of the statue, which has been on display at the Boston Museum and added that Turkey would continue to work for the return of cultural artifacts stolen from the country.

    The bottom half of the statue, known as “Weary Heracles,” was discovered in 1980 by Professor Jale İnan in Perge, a few years after the top half was smuggled out of the country. “[There have been] 40 years of longing between the top and lower half of the statue,” Günay said. Together, the two halves weigh 200 kilograms.

    বিস্তারিত পড়ুন : Heracles finally returning to its homeland

  41. মাসুদ করিম - ২৬ সেপ্টেম্বর ২০১১ (৫:৪৫ অপরাহ্ণ)

    সৌদি বাদশাহ আবদুল্লাহ ‘নারী ভোট’কে বৈধতা দিলেন।

    Grand Mufti of the Kingdom Sheikh Abdulaziz Al-Sheikh, President of the Supreme Judiciary Council Saleh bin Homaid and a number of religious scholars and sheikhs were also present to greet the monarch.

    “All people know the role of women in the annals of Islam and their position cannot be marginalized. There were great women who contributed a great deal toward the progress of the religion of Islam from the time of the Prophet Muhammad (pbuh),” said King Abdullah.

    “Since we reject any marginalization of women in Saudi society in every domain, in accordance with Shariah (Islamic) guidelines and following consultations with many of our scholars, especially those in the Council of Senior Islamic Scholars, we have decided the following:

    “First, women will be allowed to participate in the Shoura Council as members from the next session onwards.

    “Secondly, as of the next session, women will have the right to nominate themselves for membership of municipal councils and also have the right to participate in the electoral process.”

    The king greeted members of the council and said the meeting coincides with the Kingdom’s National Day, the day when the late King Abdul Aziz founded the country.

    “The struggle of the father of the nation, the late King Abdul Aziz, and of your grandfathers (mercy be upon their souls), has resulted in the unity of hearts, land, and one destiny. Today, this destiny imposes on us to preserve this legacy, and not stop there but to develop it further in line with Islamic and moral values,” he said.

    “Yes, it is a responsibility toward our religion and the interest of our country and its citizens that we should not withdraw from our hurdles, but we should forge ahead by strengthening our determination with patience and hard work and with dependence on Allah.”

    Balanced modernization in line with Islamic values, which preserve rights, is an important requirement in an era with no place for the weak and people with indecisiveness, he added.

    “My brothers and sisters, you have your own rights according to Islamic law to achieve your goals with pride and dignity. It is our right to seek your opinion and advice according to Shariah guidelines and the fundamentals of religion, and those who stay away from these guidelines are arrogant people and they have to bear responsibility for their actions.”

    Outlining the Kingdom’s foreign policy, the king said the priority is to demonstrate Saudi Arabia’s solidarity with Muslim countries.

    বিস্তারিত পড়ুন : King Abdullah grants women the vote

    বিবিসি থেকে পড়ুন : First step for Saudi women’s rights

  42. মাসুদ করিম - ২৬ সেপ্টেম্বর ২০১১ (৫:৫৫ অপরাহ্ণ)

    ৬২৪ বছর পর ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই বন্ধ হল স্পেনে গত রবিবার।

    José Tomás brought the curtain down on 624 years of bullfighting tradition in the Catalonia region on Sunday night as he displayed his matador pedigree with a virtuoso performance at Barcelona’s Monumental bullring.

    Tomás, one of the most exciting matadors of his generation, had taken two ears at press time in front of a crowd that filled the night air with cries of “Liberty!”

    Catalonia’s ban on bullfighting enters into force on January 1, bringing an end to one of Spain’s most divisive cultural traditions in the region.

    Bullfights were first mentioned in northern Spain in the general archive of the Aragonese Crown in 1387. The issue has become deeply controversial in recent years, with a growing public rejection of the practice exacerbating the effect of dwindling gates and the decision of the state broadcaster, RTVE, to stop screening bullfights.

    লিন্ক : Catalonia says goodbye to 600 years of ‘toros’

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.